২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান স্কালোনি

লিওনেল মেসি নিজে বলছেন সদ্য সম্পন্ন হওয়া আসরটিই তার শেষ বিশ্বকাপ। কিন্তু কোচ লিওনেল স্কালোনির ভিন্ন মত। আর্জেন্টিনা কোচ এখনো মেসির ওপর ভরসা রাখছেন

Jan 12, 2023 - 12:17
Jan 12, 2023 - 12:18
 0
২০২৬ বিশ্বকাপেও মেসিকে দেখতে চান স্কালোনি
তার বিশ্বাস ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সব সম্ভাবনাই আছে। একারণে সর্বকালের সেরার জন্য দলের জায়গা পুরোপুরি উন্মুক্ত করা রাখছেন স্কালোনি :সংগ্রহীত ছবি

লিওনেল মেসি নিজে বলছেন সদ্য সম্পন্ন হওয়া আসরটিই তার শেষ বিশ্বকাপ। কিন্তু কোচ লিওনেল স্কালোনির ভিন্ন মত। আর্জেন্টিনা কোচ এখনো মেসির ওপর ভরসা রাখছেন। তার বিশ্বাস ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সব সম্ভাবনাই আছে। একারণে সর্বকালের সেরার জন্য দলের জায়গা পুরোপুরি উন্মুক্ত করা রাখছেন স্কালোনি।

আরও পড়ুনঃ  রোনালদোর সৌদি আরব -অভিষেক, মেসির বিপক্ষেই

সবকিছুই পেল। বর্তমান তাহলে মেসির কাছে আমাদের কী চাওয়ার আছে? আমি সত্যিই তার এবং দেশের জন্য খুশি যে আমরা দল হিসেবে তাকে ও দেশকে এক বিরাট খুশি পুরস্কার দিতে পেরেছি। বিশ্বকাপ জয়ের পর যে দিনটি আমরা আর্জেন্টিনায় কাটিয়েছি তা এককথায় পাগুলে একটা সময় ছিল। এবং ওই অর্জনের পর এমন কিছু হতে বাধ্য।’

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দুটি গোল্ডেন বুট পাওয়া মেসি ৩৫ বছর বয়সে জিতলেন পরম আরাধ্যের বিশ্বকাপ। সামনের টুর্নামেন্টে ৪০-এর কাছাকাছি থাকবেন মেসি। এই সময়ে এ বয়সী একজনের পক্ষে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট খেলা ভীষণ কঠিন। তবে বাইরের কথায় কান দিচ্ছেন না স্কালোনি। আর্জেন্টিনার কালভিয়া রেডিওকে বলেন তিনি তাকিয়ে রয়েছেন কেবল মেসির দিকেই, ‘মেসির জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। আমি তো মনে করি মেসি পরের বিশ্বকাপও খেলতে পারবে। সবকিছুই নির্ভর করছে তার ইচ্ছার ওপর। ফিটনেস বা তার মনের চমৎকার লাগার ওপর। দরজা সবসময়ই খোলা থাকবে, সে মাঠে বেশ স্বচ্ছন্দেই খেলছে এবং এটাই আমাদের জন্য বড় খবর।’

আরও পড়ুনঃ বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ যানজট, যাত্রীদের দুর্ভোগ

ক্যারিয়ারে এরূপ কোনো পুরস্কার নেই যা মেসির হাতে ওঠেনি। একারণে সর্বকালের সেরাদের কাতারে পেলে-ম্যারাডোনার পরেই রয়েছেন মেসি। অথচ কিছু সমালোচকের চোখে মেসির বিশ্বকাপ না পাওয়া ছিল প্রশ্নবিদ্ধ। কাতার বিশ্বকাপ দিয়ে সেই প্রশ্নও উড়িয়ে দিলেন। এখন নিঃসন্দেহে পেলে-ম্যারাডোনার কাতারেই রয়েছেন সাতবারের বর্ষসেরা তারকা। তবে স্কালোনির মতে মেসির সেরা হওয়ার জন্য বিশ্বকাপ জয়ের প্রয়োজনীয়তা ছিল না, ‘ফুটবলে সেরা বা সেরা সেরা হওয়ার জন্য মেসির বিশ্বসেরা হওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। মেসি এমনিতেই সেরা। আর সেই জন্য আপনি তার কাছে সবসময় বহু কিছু আশা করেন। এখন তো সে

আরও পড়ুনঃ বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ যানজট, যাত্রীদের দুর্ভোগ

এদিকে বিশ্বকাপ এ কোচের দায়িত্বে থাকা নিয়ে চলছে গুঞ্জন। ব্রাজিলের হয়ে মারিও জাগালো এবং কার্লোস আলবার্তো পেরেইরার পর তৃতীয় কোচ হিসেবে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ী স্কালোনিকে দায়িত্ব ছাড়তে হবে বলা হয়ে থাকে শোনা যাচ্ছে। তবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। স্কালোনিও জানালেন নিজের অবস্থানে উনি পুরোপুরি খুশি।

পিএসজিতেই থাকছেন মেসি: জুনে পিএসজির সঙ্গে মেসির চুক্তি সম্পন্ন হয়ে যাবে। দ্রুতই নিউ চুক্তি হয়ে যাবে বলা হয়ে থাকে জানিয়েছে স্প্যানিশ খেলা দৈনিক মার্ক। পিএসজি নাকি এইরকম প্রস্তাব দিচ্ছে, যা প্রত্যাখ্যান করা অসম্ভব মেসির পক্ষে। এখন বছরে ৩ কোটি ইউরো পান মেসি। বিশ্বকাপের পারফরম্যান্সে মেসির বেতন আরও বাড়বে বলে  নেই। তবে ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামি অপেক্ষায় আছে মেসি যাবে তাদের দলে। কোচ ফিল নেভিল জানিয়েছেন, ‘লক্ষ্যটা আমাদের একই আছে। আমরা আমাদের ক্লাবে বিশ্বসেরা ফুটবলারকে আনতে চাই, মেসি প্রচুর হয়তো তেমনই একজন। এ মানের একজন খেলোয়াড়ের সাথে চুক্তি সবসময়ই জটিল বিষয়। সময় লাগে।’

আরও পড়ুনঃ ইজতেমায় মুসল্লিদের পদচারণায় মুখর তুরাগতীর

বিশ্বকাপ হাতে পিএসজিতে মেসির প্যারেড নয়: ফাইনালে ফ্রান্সকে হারিয়েই বিশ্বকাপে চুমু খেয়েছিলেন লিওনেল মেসি। সেই ফ্রান্সের মাঠে তাদের সমর্থকদের সামনে বিশ্বকাপ নিয়ে প্যারেড করাটা মারাত্মক ঝুঁকিরই বটে। তার ওপর এমিলিয়ানো মার্তিনেজের নানা কাণ্ডে এমনিতেই খ্যাপে রয়েছে ফরাসি সমর্থকরা। এইজন্য কোনো ধরনের আপত্তিকর বিষয় এড়াতে পিএসজিতে ফেরার ম্যাচে মাঠে বিশ্বকাপ নিয়ে মেসিকে প্যারেড করতে দেবে না পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ান জানিয়েছে, ক্লাবটি মনে করে যে মেসি অনুশীলনে ফিরে আসার পর তাকে গার্ড অব অনার দেওয়াটাই বিশ্বকাপ বিজয়ীর জন্য প্রচুর ছিল। সামান্য কয়েক দিনের ব্যবধানে ফের বিশ্বকাপের পর গতকাল ১ম ম্যাচ নিউ করে আরও একবার বিশেষ কয়েকটি করতে চাইছে খেলেছেন লিওনেল মেসি না ক্লাবটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow