রোনালদোর সৌদি আরব -অভিষেক, মেসির বিপক্ষেই

সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক কবে, এই নিয়ে কৌতূহল ফুটবলপ্রেমী মাত্রেরই। সবাই অধীর আগ্রহেই অপেক্ষা করে আছেন মুহূর্তটির জন্য

Jan 10, 2023 - 20:12
 0
রোনালদোর সৌদি আরব  -অভিষেক, মেসির বিপক্ষেই
১৯ জানুয়ারি সৌদি আরব সফরে আসা পিএসজির বিরুদ্ধে রিয়াদে একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন রোনালদো। : সংগ্রহীত ছবি

সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক কবে, এই নিয়ে কৌতূহল ফুটবলপ্রেমী মাত্রেরই। সবাই অধীর আগ্রহেই অপেক্ষা করে আছেন মুহূর্তটির জন্য। কিন্তু অপেক্ষার ফল মধুরই হতে যাচ্ছে। রোনালদোর অভিষেক হচ্ছে লিওনেল মেসির বিপক্ষেই। তবে সেটা আল নাসরের জার্সিতে নয়। ১৯ জানুয়ারি সৌদি আরব সফরে আসা পিএসজির বিরুদ্ধে রিয়াদে একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন রোনালদো। সেই ম্যাচে পিএসজির বিপক্ষে খেলবে সৌদি আরবের দুই শীর্ষ দল আল হিলাল এবং আল নাসরের একটি মিশ্র দল।


আলোচনাটা আগে থেকেই ছিল। সৌদি আরব সফরে এসে পিএসজি যে প্রীতি ম্যাচ খেলবে, তাতেই দেখা হতে পারে গত এক যুগে ফুটবল মাঠের দুই প্রতিদ্বন্দ্বী রোনালদো এবং মেসির। কিছু সংবাদমাধ্যম এ ম্যাচটিকে ফুটবল মাঠে রোনালদো-মেসির শেষ ‘মোলাকাত’ও বলেছেন। দুজনের দেখাটা আসলেই থেকে যাচ্ছে। নিশ্চিত করেছেন আল নাসরের কোচ রুডি গার্সিয়া।

আরও পড়ুনঃ সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার সোনার বার জব্দ 

আল নাসর রোনালদোকে যেদিন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিয়েছিল, সেদিনই রোনালদো আশা প্রকাশ করেছিলেন, দল চাইলে তিনি পরের ম্যাচেই খেলতে পারেন। কিন্তু গত এপ্রিলে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে উনি সেই ম্যাচ খেলতে পারেননি। ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এক  ভক্তের মুঠোফোন ভেঙে ফেলার শাস্তি তিনি পেয়েছিলেন এফএর কাছ থেকে। দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সৌদি আরবে এসেও সেই নিষেধাজ্ঞা পর্তুগিজ তারকার পিছু ছাড়েনি। তাতে অবশ্য শেষ পর্যন্ত ভালোই হলো, মেসি–রোনালদো মুখোমুখি, এরূপ জিবে জল আনা ম্যাচেই যে সৌদি–অভিষেক হচ্ছে সিআরসেভেনের। 


গার্সিয়া অবশ্য এই ম্যাচ নিয়ে খুশি নন। রোনালদোকে আল নাসরের সঙ্গে একীভূত করার যে কাজ উনি চালিয়ে যাচ্ছেন, সেটিতে এই ম্যাচটিকে বাধা হিসেবেই দেখছেন তিনি। লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচের তিন দিন আগে এ ম্যাচটিকে সমস্যাই মনে করছেন আল নাসর কোচ, ‘আল নাসরের কোচ হিসেবে আমি এই ম্যাচটি নিয়ে খুশি হতে পারছি না। ম্যাচটি হবে পিএসজির সঙ্গে আল হিলাল ও আল নাসরের একটি মিশ্র দলের। সৌদি আরবের ফুটবলের জন্য পিএসজির এ সফর লাভজনক। ফুটবল উন্নয়নে এটা সহায়ক ভূমিকা রাখবে। কিন্তু আমার ক্লাবের জন্য এটা কিছুটা সমস্যাই। এ ম্যাচের তিন দিনের মাথায় আল নাসর লিগের জরুরি এক ম্যাচে মাঠে নামবে।

আরও পড়ুনঃ  চমেক হাসপাতালে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে রোগীদের বিক্ষোভ

যে দলের জার্সিতেই হোক, সৌদি আরবে রোনালদোর অভিষেকটা দুর্দান্ত হোক, সেটিই চান গার্সিয়া, ‘যে দলের জার্সিতেই হোক, আমি চাই সৌদি আরবে রোনালদোর অভিষেকটা দুর্দান্ত হোক। সে ম্যাচটা উপভোগ করুক, হাসিমুখে, আনন্দের সাথে ম্যাচটি শেষ করুক।’


গার্সিয়া বলেছেন, ‘সাম্প্রতিক কালে রোনালদোর সময়টা ভালো যাচ্ছে না, সেটি ম্যানচেস্টার ইউনাইটেডেই হোক, কিংবা পর্তুগাল দলের হয়েই হোক। সে যদি সৌদি আরবে মজা খুঁজে পায়, সেটিই হবে বড় ব্যাপার।’

আল নাসরের কোচ রোনালদোর সৌদি আরব আগমনের সঙ্গে তুলনা করেছেন ১৯৭৫ সালে পেলের নিউইয়র্ক কসমসের সই করাকে, ‘পেলের কসমসে সই করার পর যুক্তরাষ্ট্রে যেভাবে ফুটবল নিয়ে উন্মাদনা শুরু হয়েছিল। রোনালদোর সৌদি আরবে খেলাটা তেমনই হবে মনে হচ্ছে। সৌদি আরবের ফুটবল, সংস্কৃতি, সামগ্রিকভাবে ক্রীড়াক্ষেত্রে এর ইফেক্ট সুদূরপ্রসারী।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow