আরও ৬ সেবায় বাধ্যতামূলক হচ্ছে আয়কর রিটার্ন

আগামী বাজেটে (২০২৩-২৪ অর্থবছরের) আরও ৬ ধরনের সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে।

May 24, 2023 - 11:48
 0
আরও ৬ সেবায় বাধ্যতামূলক হচ্ছে আয়কর রিটার্ন
ছবি: সংগৃহীত

বুধবার (২৪ মে) জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্স্ট্রিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে নিবন্ধন ও লাইসেন্স বা তালিকাভূক্তি ও তা বহাল রাখা, ভূমি, ভবন এবং অ্যাপার্টমেন্ট লিজ রেজিস্ট্রেশন, পৌরসভা এলাকায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয়, হস্তান্তর ও লিজ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে।

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে তিন ধরনের নথির যে কোনো একটি জমা দিলেই সেবা পাওয়া যাবে। সেগুলো ছিল- আয়কর রিটার্ন জমার বিষয়ে এনবিআরের প্রাপ্তি স্বীকার পত্র, এনবিআরের দেওয়া সনদ এবং কর উপ-কমিশনারের দেওয়া সনদ।

এর আগে, গত বছর আয়কর রিটার্ন দাখিল বাড়াতে ৩৮ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা হয়। আগামী বাজেটে আরও ৬টি সেবা যুক্ত হলে মোট ৪৪ ধরনের সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow