দ্বিতীয় দিনে রেলের বিলম্ব যাত্রা আরও বেড়েছে

Apr 18, 2023 - 11:18
 0
দ্বিতীয় দিনে রেলের বিলম্ব যাত্রা আরও বেড়েছে
সংগ্রহীত ছবি

প্রথমদিন রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ২০ মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে গেলেও ট্রেনে ঈদ যাত্রা শুরুর আজ দ্বিতীয় দিনে ছেড়েছে ৪০ মিনিট দেরিতে। ফলে শুধু ধূমকেতু নয়, পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও কিছুটা দেরিতে ছেড়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এই চিত্র দেখা গেছে। এতে কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেও অনেকে ঈদের সময় বিষয়টাকে স্বাভাবিক হিসেবেই মনে করছেন।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটি এক ঘণ্টা ৫৫ মিনিট দেরি করে কমলাপুর ছাড়ে সকাল ৯টা ৪০ মিনিটে। ট্রেনটির চট্টগ্রামে পৌঁছানোর স্বাভাবিক সময় বেলা ২টা হলেও এটি দুই ঘণ্টা বিলম্বে বিকেল ৪টায় চট্টগ্রাম পৌঁছাবে।  

অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

ট্রেনের এক যাত্রী বলেন, আমাদের রুটে দুর্ঘটনার জন্য শুনেছি ট্রেন বিলম্ব হচ্ছে। অন্যান্য ট্রেনগুলো দেখলাম কম সময়ের বিলম্বে ছেড়েছে। ২০/২৫ মিনিট বিলম্ব মেনে নেওয়া যায়। কিন্তু ঘণ্টার বেশি বিরক্তিকর বিষয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না। চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow