কেন স্বর্ণ দিয়ে তেল কিনবে ঘানা ?

ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিতে চলেছে আফ্রিকার দেশ ঘানা। দেশটির ভাইস-প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে এ কথা জানিয়েছেন,

Nov 26, 2022 - 18:06
 0
কেন স্বর্ণ দিয়ে তেল কিনবে ঘানা  ?
মার্কিন ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে তেলজাত পণ্য কেনার নতুন নীতিতে কাজ করছে ঘানা সরকার

ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিতে চলেছে আফ্রিকার দেশ ঘানা। দেশটির ভাইস-প্রেসিডেন্ট মাহামুদু বাউমিয়া সম্প্রতি সোশ্যাল মিডিয়া  ফেসবুকের মাধ্যমে এ কথা  জানিয়েছেন, মার্কিন ডলারের পরিবর্তে স্বর্ণ দিয়ে তেলজাত পণ্য কেনার নতুন নীতিতে কাজ করছে ঘানা সরকার।

ঘানা সরকারের হিসাবে, ২০২১ সাল শেষে ৯৭০ কোটি ডলার মজুত ছিল দেশটিতে।  সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে, মোট বৈদেশিক কারেন্সির মজুত  দাঁড়ায় প্রায় ৬৬০ কোটি ডলারে। হাতে থাকা এই ডলার দ্বারা দেশটি তাদের তিন মাসের আমদানি  পরিশোধ করতে পারবে। এরূপ অবস্থায় ২০২৩ বছরের শুরু থেকে স্বর্ণ কর্তৃক আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধের প্রস্তুতি করছে ঘানা। ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওউমিয়া বলেন, ‘সরকারের নেওয়া নতুন নীতি আমাদের বিনিময়ব্যবস্থায় পরিবর্তন আনবে। এতে করে দেশীয় মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন অনেকটা হ্রাস পাবে।’

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দেশের রিজার্ভ ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঘানা ।  ২০২৩ বর্ষের প্রথম ত্রৈমাসিক পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন নীতি তাদের বাণিজ্য ভারসাম্যে মৌলিকভাবে বদল  আনবে এবং মুদ্রার অবমূল্যায়ন উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে ।স্বর্ণের ব্যবহার জ্বালানি বা ইউটিলিটি মূল্যের ওপর এক্সচেঞ্জ রেটের সরাসরি ভাবে প্রভাব পড়তে দেবে না। কারণ স্থানীয় বিক্রেতাদের তেলের পণ্য আমদানি করতে তখন আর বিদেশি মুদ্রার প্রয়োজন হবে না। স্বর্ণের বিনিময়ে জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত পশ্চিম আফ্রিকার দেশটিতে বিরাট এক কাঠামোগত পরিবর্তন নিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি । 

ইউক্রেন যুদ্ধ শুরুর পর  দফায় সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক (ফেড)। ডলার মোড়ানো বিশ্বে ফেডের এ সিদ্ধান্ত প্রতিটা দেশের মুদ্রাকে ধ্বস  নেমেছে । ডলারের বিপরীতি মুদ্রাগুলোর মান হারার নীতি এখনো অব্যাহত রয়েছে। ফলে আমাদানি ব্যয় মেটাতে টান পড়ছে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভান্ডারে। পরিস্থিতি মোকাবিলায় নানান পদক্ষেপ নিচ্ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো। মূলত মার্কিন ডলারের ওপর চাপ কমাতে দেশটির এরূপ সিগ্ধান্ত ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow