সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার যেখানে ভালো মনে করে, সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়।

Nov 26, 2022 - 18:13
 0
সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির পক্ষ হতে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আয়ত্ত হয়ে রাষ্ট্রশাসক গোষ্ঠী কোথাও সম্মতি দেবে না। রাষ্ট্রশাসক বিভাগ যেখানে ভালো মনে করে, সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিশাল অধিবেশন পসিবল নয়।

আজ শনিবার দুপুরবেলা রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই যোগ্য মনে করেছেন। এ জন্য বিএনপিকে সেখানেই পারমিশন দেওয়া হয়েছে। আমাদের (আওয়ামী লীগের) কতিপয় দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো সম্পন্ন হয়ে যাবে। অতঃপর বিএনপি সেখানে সমিতি করতে পারবে। তারা (বিএনপি) কী বলছে, সেটি আমরা জানি না।

সরকার পল্টনে সমাবেশের সম্মতি দিতে বশীভূত হবে— বিএনপির এরূপ বক্তব্যের ব্যাপারে দৃষ্টি মমতা করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। সর্বাপেক্ষা যেখানে ভালো, সেখানেই গভর্নমেন্ট সম্মতি দেয়। তারা পল্টনে সমাবেশ করবে এরূপ কোনো অফিসিয়াল পারমিশন এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে আসছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে ১টি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী বাগিচা ব্যতীত বিএনপি ভিন্ন কোথাও সভা করতে পারবে কিনা এরূপ প্রশ্নে তিনি বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত সুবিশাল গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ বিল্ডিংয়ের সম্মুখে কাউকে সমাবেশের পারমিশন দেওয়া হয়ে যায় না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow