বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে : কাদের

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Dec 2, 2022 - 17:02
Dec 13, 2022 - 16:52
 0
বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে : কাদের

সমাবেশের নামে বিএনপি যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দিবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি দাবি করেছেন, বিএনপি এখন ‘জঙ্গিদের মাঠে নামিয়েছে। অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খোজ-খবর আছে, বস্তায় বস্তায় টাকা আসে দুবাই থেকে, টাকা আসে, হায়রে টাকা।’

সেতুমন্ত্রী শুক্রবার (২ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে উত্তম অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অগ্নি নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে, ডিসেম্বরে খেলা হবে। আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। কিন্তু আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি-না সেটা সময় বলে দেবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গত পরশু মতিঝিলে বিআরটিসি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে। আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারা দিতে হবে।

‘সরকার টাকা পাচার করেছে বাইরে’ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের এইরকম বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বানরে সংগীত গায়, শীলা জলে ভাসে’। কামাল হোসেন সাহেব রাজনীতির রহস্য পুরুষ। ৭১ সালে বঙ্গবন্ধু যখন পকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন। তখন কামাল হোসেন ইন্টারকন্টিনেটাল হোটেলের সম্মুখে গাড়ি হতে নেমে হোটেলে ঢোকেন। এরপর তার আর বার্তা নেই। আমরা খোজ-খবর পেলাম উনি পকিস্তানে চলে গেছেন। পাকিস্তানে পলায়ন, ভাইরে আমরা পালাই নাই। আপনি পরে বঙ্গবন্ধুর দয়ায় রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।

তিনি বলেন, ‘কামাল হোসেন সাহেব কী করেছেন, কালো টাকা ধবল করেছেন। আপনি অর্থ পাচার করেন, তারেকের নাম বলেন না। নিজে টাকা-পয়সা পাচার করেন, আপনার ইহুদী জামাতার মাধ্যমে শত কোটি টাকা পাচার করেছেন।  টাকা পচার করেছেন রাষ্ট্রের মানুষ জানতে চায়। ড. কামাল হোসেন আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। ট্যাক্স অবহেলা দিয়ে উকিল গিয়ে অতঃপর আদেশ নিয়ে ট্যাক্স জমা দিয়েছেন। ট্যাক্স ফাঁকি দিয়েছেন কামাল হোসেন। উনি অধুনা শেখ হাসিনাকে কটাক্ষ করে বিশাল বড় কথা বলেন।’

সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর মেম্বার অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান, যুগ্ম কমন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক এডিটর বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর কমন সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মোহাম্মদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে  রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow