কুরআন পোড়ানোর পর আরবসহ তুরস্কের ক্ষোভ, সুইডেনে কুর্দিদের বিক্ষোভ

স্টকহোমে তুর্কি দূতাবাসের সম্মুখে উগ্রপন্থীদের পবিত্র কুরআন পোড়ানোর জন্য সুইডেনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে তুরস্ক

Jan 22, 2023 - 12:27
Jan 22, 2023 - 12:30
 0
কুরআন পোড়ানোর পর আরবসহ তুরস্কের ক্ষোভ, সুইডেনে কুর্দিদের বিক্ষোভ
সুইডেনের ন্যাটো সদস্যপদপ্রাপ্তি নিয়ে তুরস্কের আপত্তির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল : সংগ্রহীত ছবি

স্টকহোমে তুর্কি দূতাবাসের সম্মুখে উগ্রপন্থীদের পবিত্র কুরআন পোড়ানোর জন্য সুইডেনের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশও এর তীব্র নিন্দা জানিয়েছে।

সুইডেনের ন্যাটো সদস্যপদপ্রাপ্তি নিয়ে তুরস্কের আপত্তির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল

আরও পড়ুনঃ ব্রাজিলে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট

শনিবার বিকেলে স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে বিক্ষোভের সময় অতি উগ্রপন্থী স্ট্রাম কুরস (হার্ড লাইন) পার্টির রাজনীতিবিদ রাসমাস পালুদান পবিত্র কুরআনের ১টি খণ্ডে অগ্নি দেন। সেইম সময় কুর্দিদের একটি বিক্ষোভও সেখানে অনুষ্ঠিত হয়।

তুরস্ক স্টকহোমে তার দূতাবাসের সম্মুখে কুরআন পোড়ানোসহ বিক্ষোভ আয়োজন করায় সুইডেনের ধিক্কার করে।

আঙ্কারা শনিবার জানিয়েছিল, ন্যাটোর সদস্যপদ লাভে তুরস্কের আপত্তি দূর করার লক্ষ্যে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করা হচ্ছে। সামরিক জোটটিতে সুইডেনের প্রবেশের জন্য দেশটির তুরস্কের সাপোর্ট প্রয়োজন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ডর বাড়ার প্রেক্ষাপটে দেশটি এখন ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে। অথচ ন্যাটোর সদস্য তুরস্ক তাতে বাধা কর্তৃক আসছে।

আরও পড়ুনঃ রোজার দুমাস আগেই অস্থির নিত্যপণ্যের বাজার, অসহায় ক্রেতা

সৌদি আরব, জর্ডান, কুয়েত, পাকিস্তান, তুরস্কসহ বেশ কিছু দেশ কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক ভাষণে জানায়, 'সৌদি আরব সংলাপ, ধৈর্য ও সহাবস্থানের মূল্যবোধের বিস্তারের আহ্বান জানাচ্ছে ও ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করছে।'

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow