উপযুক্ত মামলায় দণ্ডিত আসামিদের প্রবেশন দিতে নির্দেশ : হাইকোর্ট

প্রবেশন নিয়মের ৫ নিয়ম অনুসারে অধস্তন আদালতকে যোগ্য মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের প্রবেশন দিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

Jan 23, 2023 - 17:47
 0
উপযুক্ত মামলায় দণ্ডিত আসামিদের প্রবেশন দিতে নির্দেশ : হাইকোর্ট
সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশনা দেন : সংগ্রহীত ছবি

প্রবেশন নিয়মের ৫ নিয়ম অনুসারে অধস্তন আদালতকে যোগ্য মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের প্রবেশন দিতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২৩ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশনা দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। সঙ্গে ছিলেন উকিল মোহাম্মাদ মিসবাহ উদ্দিন ও মো. আশরাফুল ইসলাম।

পরে আসাদ উদ্দিন জানান, প্রবেশন নিয়মের ৫ বিধান অনুসারে পুরুষ আসামির ক্ষেত্রে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডবিধির নির্দিষ্ট কয়েকটি ধারায় অপরাধের দণ্ড ব্যতিত যেকোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারে। মেয়ে আসামির ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাদে যেকোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারে।

আরও পড়ুনঃ ২০২৩ সালে দেশে নিবন্ধিত এনজিও ২৫৫৪টি

কিন্তু বাস্তবতা হলো, অধিক সামান্য দণ্ডের মামলাও ম্যাজিস্ট্রেট আদালত হতে দায়রা আদালত, হাইকোর্ট সেক্টর ঘুরে আপিল সেক্টর পর্যন্ত চলে আসছে। তা সত্ত্বেও এমন অসংখ্য মামলা রয়েছে যেগুলোতে প্রবেশন আদেশ হলে ১ম কোর্টেই শেষ হয়ে যেতে পারতো। এমনিভাবে মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে দীর্ঘ সময় যায়। মামলা জট তৈরি হয়।

আরও পড়ুনঃ প্রথম বিবাহবার্ষিকীতে পরীমনি যে উপহার দিলেন রাজকে

এসব বিষয় উল্লেখ করে হাইকোর্টে ১১ জন আদালতে রিট করেন।

হাইকোর্ট প্রবেশন বিধানের ৫ নীতি অনুসারে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রবেশন দিতে অধস্তন আদালতকে নির্দেশনা দ্বারা রুল জারি করেন।

রুলে পৃথক প্রবেশন বিভাগ প্রতিষ্ঠার নির্দেশ কি জন্য দেওয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের জন্য রুল জারি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow