২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Jan 30, 2023 - 13:17
 0
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা
তিনি জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয় : সংগ্রহীত ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়। এর দুই মাস পরে শুরু হবে এইচএসসি পরীক্ষা।

আরও পড়ুনঃ খালেদা জিয়ার নাইকো মামলার চার্জশুনানি পেছাল

২০২৩ সালে

  • ২০২৩ সালে যে সকল শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এই পরীক্ষা বিষয়ক রুটিন কর্তৃপক্ষ কবে প্রকাশ করবে এবং কিভাবে প্রকাশ করবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করেছেন তাদেরকে আমরা সঠিক তথ্য দিয়ে অবগত করব। আপনারা যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন অবশ্যই আপনাদের এই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
    এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে শুরু হয়। আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিলে। তবে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এই পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। গত বছর ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

আরও পড়ুনঃ ঘন কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট গেল ইয়াঙ্গুন-কলকাতা-চট্টগ্রাম

এছাড়া দেশের স্কুলগুলোতে ২০২৩ সালের এসএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হয় আগামী ১৮ ডিসেম্বর থেকে। কোনো জরিমানা ছাড়া তা চলে ৫ জানুয়ারি পর্যন্ত। এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে বলেও জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow