২০২৩ সালে দেশে নিবন্ধিত এনজিও ২৫৫৪টি

সম্প্রতি দেশে নিবন্ধিত এনজিওর পরিমান ২ হাজার ৫৫৪টি। এর মধ্যে দেশি এনজিও ২ হাজার ২৮৯টি ও বিদেশি এনজিও ২৬৫টি বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

Jan 23, 2023 - 17:40
 0
২০২৩ সালে  দেশে নিবন্ধিত এনজিও ২৫৫৪টি
সোমবার(২৩ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের লিখিত উত্তরে উনি এই তথ্য জানানঃ সংগ্রহীত ছবি

সম্প্রতি দেশে নিবন্ধিত এনজিওর পরিমান ২ হাজার ৫৫৪টি। এর মধ্যে দেশি এনজিও ২ হাজার ২৮৯টি ও বিদেশি এনজিও ২৬৫টি বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।


সোমবার(২৩ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের লিখিত উত্তরে উনি এই তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সমিতিতে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন-উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আরও পড়ুনঃ সংসদকে আ.লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে : ফখরুল


মোজাম্মেল হক বলেন, এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক কেবলমাত্র বৈদেশিক অনুদানে চালিত দেশীয় ও আন্তর্জাতিক এনজিওর নিবন্ধন দেওয়া হয়। সম্প্রতি এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে বৈদেশিক অনুদানে পরিচালিত নিবন্ধিত এনজিওর পরিমান মোট ২ হাজার ৫৫৪টি। এর ভিতরে দেশি এনজিও ২ হাজার ২৮৯টি ও বৈদেশিক এনজিও ২৬৫টি।

আরও পড়ুনঃ বৃহত্তর বৈশ্বিক সহায়তার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর


বিদেশি এনজিওগুলি তাহাদের কর্মতৎপরতা সম্মন্ধে সরকারে কাছে কোনো রিপোর্ট জমা দেয় কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, হ্যাঁ, বৈদেশিক অনুদানে চালিত দেশি এবং বৈদেশিক এনজিওগুলোকে এনজিওর জন্য অনুসরণীয় বিদ্যমান ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬’ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২৫ নভেম্বর, ২০২১ তারিখে জারিকৃত পরিপত্রের আলোকে সরকারের সংশ্লিষ্ট সবার কাছে রিপোর্ট দিতে হয়। সে অনুযায়ী বিদেশি এনজিওগুলো নিয়মিত রিপোর্ট দিয়ে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow