নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে তার নিঃশর্ত দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। শনিবার (৮ ফেব্রুয়ারি)

Jan 16, 2023 - 15:30
 0
নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
আগে তিনটি  পাশাপাশি রেখে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর সমাবেশের মঞ্চ তৈরি করে বিএনপি : সংগ্রহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে তার নিঃশর্ত দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে এই সমাবেশ শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার ড. খন্দকার মোশাররফ হোসেন। 

আরও পড়ুনঃ ৩ মাসের মধ্যে এসইউ-৩৫ রুশ যুদ্ধবিমান পাচ্ছে ইরান

এর আগে তিনটি  পাশাপাশি রেখে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর সমাবেশের মঞ্চ তৈরি করে বিএনপি। বেলা বাড়ার সঙ্গে সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে স্লোগানে মুখরিত দলীয় কার্যালয়ের নয়াপল্টন এলাকা।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। গত দশ মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার ভিতরে ৩৪টি মামলাতেই জামিনে আছেন তিনি। খালাস পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে জামিন নিতে হবে।

আরও পড়ুনঃ ৪.৫ বিলিয়ন ডলারের বাংলাদেশের ঋণের প্রস্তাব আইএমএফের বোর্ডে উঠছে ৩০ জানুয়ারি

কারাবন্দি হওয়ার পর আন্দোলন এবং আইনি উপায়ে বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করার জন্য পারেনি দলটি। দুই বছর পর আজকের মিটিংয়ে বিএনপি নেতারা কী ঘোষণা দেন সেটাই এখন দেখার বিষয়।

সমাবেশে   উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায়, আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow