ভূমিকম্পে মারা গেলেন তুর্কি গোলরক্ষক : আহমেত ইয়ুপ

তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান মারা গেছেন। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালত্যাসপোর। বুধবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Feb 8, 2023 - 16:28
 0
ভূমিকম্পে মারা গেলেন তুর্কি গোলরক্ষক : আহমেত ইয়ুপ
ভূমিকম্পের পর একটি ধসে পড়া আবাসিক ভবনের নিচে আটকা পড়ে ছিলেন বলে জানা গেছে। সংগ্রহীত ছবি

তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান মারা গেছেন। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালত্যাসপোর। বুধবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভূমিকম্পের পর একটি ধসে পড়া আবাসিক ভবনের নিচে আটকা পড়ে ছিলেন বলে জানা গেছে।

তুরকাস্লানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোর। মালাতিয়াস্পোর ক্লাব গতকাল তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। শান্তিতে থাকবেন। আপনার মতো ভালো মানুষকে আমরা কখনো ভুলব না।’ 

________________________________________________________________________

আরও পড়ুনঃ তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় রোনালদোর জার্সি নিলামে
________________________________________________________________________

আহমেত ইয়ুপ তুরকাসলান

  • ক্লাবটি অফিশিয়াল টুইটারে এক শোক বার্তায় লিখেছে, আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা গেছেন। শান্তিতে থাকবেন। আপনার মতো ভালো মানুষকে আমরা কখনো ভুলব না। তুরকাসলানের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ইয়ানিক বোলাসি। বোলাসি টুইট করেছেন, ‘শান্তিতে থেকো ভাই ইয়ুপ আহমেত তুরকাসলান। এক মুহূর্তের জন্য ডাগআউটে তুমি কাউকে দেখতে পাচ্ছিলে, পরের মুহূর্তে তুমি আর পাচ্ছো না। তার পরিবার ও ইয়েনি মালাতিয়াস্পোর সতীর্থদের প্রতি জানাই সমবেদনা। শুনে খুবই খারাপ লাগছে। আশা করি, আমরা সবার বিপদে এগিয়ে আসতে পারব।’

এদিকে, বুধবার (৮ ফেব্রুয়ারি) দুই দেশের কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জন। শুধু তুরস্কেই নিহতের সংখ্যা ৫ হাজার ৮৯৪, অন্যদিকে সিরিয়ায় ১ হাজার ৯৩২ জন। সাথে নিহতের সংখ্যা ব্যাপকহারে বাড়তে পারে বলেও আশংকা প্রকাশ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow