তুরস্ক ও সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় রোনালদোর জার্সি নিলামে

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮ হাজার ছুঁই ছুঁই করছে। মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশ দুটি। এ ঘটনায় নানাদিক থেকে মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ক্রীড়াঙ্গনের তারকাদেরও এ ধরনের নানা বিপর্যয়ে এগিয়ে আসতে দেখা যায়।

Feb 8, 2023 - 16:20
 0
তুরস্ক ও সিরিয়ায়  ক্ষতিগ্রস্তদের সহায়তায় রোনালদোর জার্সি নিলামে
সংগ্রহীত ছবি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮ হাজার ছুঁই ছুঁই করছে। মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশ দুটি। এ ঘটনায় নানাদিক থেকে মানুষ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। ক্রীড়াঙ্গনের তারকাদেরও এ ধরনের নানা বিপর্যয়ে এগিয়ে আসতে দেখা যায়।

তবে এখন পর্যন্ত তারকা কোন ক্রীড়াবিদ সরাসরি আসেননি, এগিয়ে এসেছেন মেরি ডেমিরাল নামে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক ভক্ত। তবে তিনি তুরস্কের জাতীয় দলের খেলোয়াড় এবং জুভেন্তাসে থাকাকালে রোনালদোর সতীর্থ ছিলেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিআরসেভেনের অটোগ্রাফ দেওয়া একটি জার্সি নিলামে তুলেছেন তিনি।

মেরি ডেমিরাল

  • তবে এখন পর্যন্ত বিশ্বের তারকা কোনও ক্রীড়াবিদ সরাসরি এগিয়ে আসেননি। পর্তুগালের তারকা ফুটবলারের ভ্ক্ত হিসেবে খ্যাত মেরি ডেমিরাল এগিয়ে এসেছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায়। তিনি তুরস্ক জাতীয় দলের ফুটবলার, যিনি জুভেন্টাসে থাকাকালে রোনালদোর ক্লাব সতীর্থ ছিলেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিআরসেভেনের অটোগ্রাফ দেয়া একটি জার্সি নিলামে তুলেছেন।

_______________________________________________________________________

আরও পড়ুনঃ তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৮ হাজার
_______________________________________________________________________

তুরস্কের পাশাপাশি অন্যান্য দেশের উদ্ধারকারী দল উদ্ধারকাজে অংশ নিয়েছে। অনেক দেশ তুরস্ক ও সিরিয়ায় সহায়তা সামগ্রী পাঠাচ্ছে। ভূমিকম্পে ধ্বংস হওয়া ভবনের নিচ থেকে কাউকে জীবিত উদ্ধারে আশা ক্ষীণ। তবুও কাউকে কাউকে জীবিত উদ্ধার করছেন উদ্ধারকারীরা। এখনও নিখোঁজের সংখ্যা অগণিত। তাদের মধ্যে একজন চেলসির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। তবে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যমগুলো। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এই হাতায়াস্পোর উইঙ্গারকে।

তবে আতসুর মতো এত সৌভাগ্যবান নন তুরস্কের গোলরক্ষক আহমেত ইউপ তুরকাসলান। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন তিনি।  তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরের গোলরক্ষক ছিলেন আহমেত। ভূমিকম্পের পর নিখোঁজ ছিলেন তিনি। পরে ধ্বংসস্তূপ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে ক্লাব বিষয়টি নিশ্চিত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow