বিশ্বকাপের মুকুট পরতে আর বাকি তিন ম্যাচ: নেইমার

Dec 6, 2022 - 11:35
 0
বিশ্বকাপের মুকুট পরতে  আর  বাকি তিন ম্যাচ: নেইমার

নেইমার ফিরলেন। নেইমার খেললেন। ব্রাজিলও ফিরল। ব্রাজিল জিতল। স্বরূপে, সাম্বা ছন্দে। সেই সুরে মুগ্ধ ব্রাজিলের সমর্থকরা। মুগ্ধ  জগতের শত কোটি ফুটবলপ্রেমী। ব্রাজিলের হেক্সার স্বপ্ন একান্ত বাস্তব বলেই প্রমাণ করলেন নেইমাররা! নেইমার যেন ‘ওয়ান ম্যান আর্মি’! বিশ্বকাপের ১ম ম্যাচে সাম্বা প্রবৃত্তি দেখে ব্রাজিলের অগ্রভাগ জনপ্রিয়  হওয়া মেনে নিয়েছিল সবাই। এমনকি নিন্দুকেরাও। অথচ নেইমারকে ব্যতীত পরের দুই ম্যাচে ব্রাজিলকে ‘ব্রাজিল’সুর  চেনাই গেল না! নেইমার ফিরতেই ম্যাচের প্রথম মিনিটে সঠিক ব্রাজিলকে চিনে নিলেন দর্শকরা। খেলার ধরনে। আক্রমণের ধারে। কৌশলী পাসিং ফুটবলে। গতির ঝড়ে। এ ব্রাজিলই তো চিরায়ত ব্রাজিল! নেইমার ফেরাতেই  এক নিমিষেই ফিরে পেল ব্রাজিল এর সুর ।

গতকাল নাইন সেভেন ফোর স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ষোলোর যুদ্ধে সাম্বা ছন্দের ঝড় তুলে ব্রাজিল ৪-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়াকে। টানা অষ্টমবারের মতো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল শিওর করল সিলেকাওরা। ম্যাচ শেষে বার্তা সম্মেলনে উচ্ছ্বসিত নেইমার বলেন, আরও এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমরা অবশ্য শিরোপাজয়ের স্বপ্ন দেখি। কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এটা আমাদের ৪র্থ ম্যাচ ছিল। বিশ্বকাপ জেতার জন্য আরও তিন ম্যাচ বাকি।

এসময় উনি ইনজুরির রাতের কথা তুলে ধরতে ভুলেননি। নেইমার বলেন, ‘আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমি ভীষণ ভালো একটা মৌসুম কাটাচ্ছিলাম। চমৎকার ফর্মে ছিলাম। আমি সেই রাতে অনেক কেঁদেছিলাম; আমার পরিজন জানে। কিন্তু আজকাল ঠিক হয়েছে। পরেরদিন চিকিৎসকের সাথে সকাল ১১টা পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া, অবশিষ্ট দিনগুলোতে ৫-৬টা পর্যন্ত থেকে কষ্ট করা কাজে দিয়েছে। সবশেষে আমরা যেন মুকুট পরতে পারি, বেশ ভালো কিছু যেন হয়।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow