ঢাকায় প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২২৭ রান

সকালের দারুণ শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঢাকা টেস্টের ১ম দিনের আগেই ২২৭ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস

Dec 22, 2022 - 16:36
 0
ঢাকায়  প্রথম ইনিংসে বাংলাদেশের  সংগ্রহ ২২৭ রান
৫ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করা বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে। : সংগ্রহীত ছবি

সকালের দারুণ শুরুটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ঢাকা টেস্টের ১ম দিনের আগেই ২২৭ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করা বাংলাদেশ শেষ ৫ উইকেট হারিয়েছে ৪৩ রানে।

সেঞ্চুরি পাওয়া হয়নি রানের খোঁজে থাকা মুমিনুল হকের। ৯ম ব্যাটার হিসেবে আউট হওয়ার প্রথমে ৮৪ রান করেন মুমিনুল। এর আগে মেহেদী হাসান মিরাজকে দিয়ে শেষ সেশনে উইকেটের স্রোত শুরু হয়। কিছুটা দুর্ভাগাই বলতে হবে মুমিনুলকে। রবিচন্দ্রন অশ্বিনের বলটা তাঁর গ্লাভসে ছুঁয়ে ঋষভ পন্তের গ্লাভসে জমা হয়। 

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিরাজও ইনিংস বৃহৎ করতে না পারার হতাশায় ডুবিয়েছেন বাংলাদেশকে। উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন ১৫ রানে। তাঁর ৫১ বলের ইনিংস থামে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে পন্তের হাতে ক্যাচ দিয়ে। এরপর দ্রুতই ফিরেছেন তাসকিন আহমেদ (১)। তাসকিনকে সিরাজের ক্যাচ বানিয়ে ফেরান উমেশ। এটি এ পেসারের ৪র্থ উইকেট। 


শেষ উইকেট হিসেবে অশ্বিনের শিকারে পরিণত হন খালেদ আহমেদ। এই অফ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে জয়দেব উনাদকাটের হাতে ধরা পড়েন। উমেশের মতো চার উইকেট নিয়েছেন অশ্বিনও।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow