জেলেনস্কিকে বক্তব্য দিতে না দেওয়া অস্কার কর্তৃপক্ষের ভণ্ডামি

বিশ্বের সব বৃহৎ   অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের মানুষের বিপর্যয়ের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় অস্কার মঞ্চে কথা বলতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে তার এ অনুরোধ পর পর দুই বছর প্রত্যাখ্যান করা হলো। এই যাত্রায় এ নিয়ে মুখ খুললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। অস্কার মঞ্চে জেলেনস্কিকে কথনীয় দেওয়ার সুযোগ না দেওয়ায় তিনি প্রখর সমালোচনা করেছেন

Mar 12, 2023 - 17:38
 0
জেলেনস্কিকে বক্তব্য দিতে না দেওয়া অস্কার কর্তৃপক্ষের ভণ্ডামি
সংগ্রহীত ছবি

বিশ্বের সব বৃহৎ   অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইউক্রেনের মানুষের বিপর্যয়ের কথা তুলে ধরেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় অস্কার মঞ্চে কথা বলতে চেয়েছিলেন জেলেনস্কি। তবে তার এ অনুরোধ পর পর দুই বছর প্রত্যাখ্যান করা হলো। এই যাত্রায় এ নিয়ে মুখ খুললেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। অস্কার মঞ্চে জেলেনস্কিকে কথনীয় দেওয়ার সুযোগ না দেওয়ায় তিনি প্রখর সমালোচনা করেছেন

জার্মানির ১টি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রো কুলেবা বলেন, অস্কার অনুষ্ঠানে প্রেসিডেন্ট জেলেনস্কিকে বক্তব্য দিতে দেওয়া হলো না। তবুও তারা সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে যেটিকে মনোনয়ন দিয়েছে তা যুদ্ধবিরোধী সিনেমা। এ ধরনের সিদ্ধান্ত অতি ভণ্ডামিপূর্ণ।

বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ডব্লিউএমই পাওয়ার এজেন্ট মাইক সিম্পসন জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে আবদার জানিয়েছিলেন। অথচ সাথে সাথে অস্কার কর্তৃপক্ষ এটি প্রত্যাখ্যান করে দেয়। কেন এ আবদার ফিরিয়ে দেওয়া হলো সে বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা।

আগের বছর জেলেনস্কির অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছিল প্রযোজক উইল প্যাকারের আপত্তির কারণে। তিনি ওই সময় জানিয়েছিলেন, হলিউডে ইউক্রেন যুদ্ধকে অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ ইউক্রেনের ব্যক্তি ধলা চামড়ার মানুষ। জগতের আদার্স দেশে যুদ্ধ চললেও বর্ণবৈষম্যের কারণে সেগুলোতে কেউ কোনো নজর দেয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow