অবরুদ্ধ অবস্থা থেকে রাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ অবস্থা থেকে ভিসিকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা

Mar 12, 2023 - 16:59
 0
অবরুদ্ধ অবস্থা থেকে রাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রলীগ
সংগ্রহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ অবস্থা থেকে ভিসিকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা

রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পশ্চিম কোণে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন।

এ সময় রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
উদ্ধারের সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারকে তাঁর বাসভবনে প্রবেশে বাধা প্রদান করে। এসময় উপাচার্যের বাসভবনের সামনের গেটে শিক্ষার্থীরা অবস্থান নেন। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে সরিয়ে উপাচার্যকে তাঁর বাসভবনে প্রবেশ করান।

এর আগে, দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভিসি স্যারকে নিয়ে বিনোদপুর গেলে যদি কারো কিছু হয় সেই দায়ভার আপনারা কি নিতে পারবেন? এমন কথা বলার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের কথা শুনতে অস্বীকার করেন।


প্রসঙ্গত, গতকাল শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে  স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে ৮৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow