শুক্রবার রোকেয়া পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের পাঁচজন নারী পাচ্ছেন ‘বেগম রোকেয়া পদক ২০২২’

Dec 8, 2022 - 14:13
 0
শুক্রবার রোকেয়া পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৯ ডিসেম্বর) প্রদান করা হবে রোকেয়া পদক। এবছরে ৫ বিশিষ্ট নারীকে এই পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান-২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মেয়ে ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস এবং বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নারী শিক্ষায় অবদানের ক্ষেত্রে ফরিদপুরের রহিমা খাতুন। নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম (অ্যাডভোকেট)। মহিলার আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন। পল্লি উন্নয়নে অবদান রাখায় ঝিনাইদহের নাছিমা বেগম ও সাহিত্য ও সংস্কৃতির দ্বারা নারী জাগরণে অবদানের জন্য ড. আফরোজা পারভীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow