ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েকশ মানুষ। সোমবার বিট্রিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Feb 20, 2023 - 17:48
 0
ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু
সংগ্রহীত ছবি

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েকশ মানুষ। সোমবার বিট্রিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 সোমবার (২০ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে- বন্যা ও ভূমিধসে ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের খোঁজে অভিযান চলছে। এ রাজ্যটির উপকূলীয় এলাকায় ছয়শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।


________________________________________________________________________

আরও পড়ুনঃ  আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি : পূজা চেরী
________________________________________________________________________


রয়টার্স বলছে, দুর্যোগের পর হতাহতদের খোঁজে উদ্ধারকর্মীরা সন্ধান চালিয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে পুনরায় সংযোগ চালু এবং রাস্তা পরিষ্কারের কাজও চলছে। এছাড়া যোগাযোগ বন্ধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়া কিছু এলাকায় কার্নিভাল উদযাপনের জন্য ব্রাজিলে ভ্রমণকারী অনির্ধারিত সংখ্যক পর্যটক আটকা পড়েছেন বলেও খবর বের হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠন কাজ শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছে ব্রাজিলের ফেডারেল সরকার। অন্যদিকে সাও পাওলো প্রদেশ সেখানকার ছয়টি শহরের জন্য ১৮০ দিনের বিপর্যয়কর সময় ঘোষণা করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow