দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত , যাত্রীদের দুর্ভোগ

মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

Dec 5, 2022 - 11:56
 0
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত , যাত্রীদের দুর্ভোগ
দৌলতদিয়া-পাটুরিয়া রুট

মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। সোমবার (৫ ডিসেম্বর) সরেজমিন হতে এ তথ্য পাওয়া যায়। ফেরি পারাপার করতে স্বাভাবিক হতে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। এ কারণে প্রত্যেকটি ফেরি ঘাটে আসতে আধা ঘণ্টা সময় লাগলেও সম্প্রতি নাব্যতা এবং ডুবোচরের কারণে ফেরিগুলোকে ঘুরে আসতে সময় লাগছে প্রায় এক ঘণ্টারও বেশি।

জানা গেছে, বড় ফেরির জন্য কমপক্ষে আট ফুট পানির গভীরতা প্রয়োজন। তবে পদ্মা নদীর বিভিন্ন চ্যানেলে ডুবোচর তৈরি হওয়ায় বৃহৎ ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। অন্যদিকে নৌপথের সুনির্দিষ্ট চ্যানেল ত্যাগ করে বৃহৎ ফেরিগুলো দুই কিলোমিটার ঘুরে ভাটিপথ দ্বারা যানবাহন নিয়ে চলাচল করছে। 

পদ্মা নদীর প্রবল স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং চালকরা।

আজ রোববার সকাল বেলা সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে ও গোয়ালন্দ প্রান্তে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের লম্বা সিরিয়াল আছে বলে জানা গেছে। এদিকে ঘাট  যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় প্রখর স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের যানবাহনের অতিরিক্ত চাপের কারণেও দৌলতদিয়ায় যানবাহনের লম্বা সিরিয়াল প্রস্তুত হয়েছে। এ রুটে ১৬টি ফেরির মধ্যে সম্প্রতি ছোট-বড় ১৩টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ ন্যাশনাল  নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. মাহবুব হোসেন জানান, পদ্মার প্রখর স্রোতে ফেরি চলাচল ব্যাহত ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের যানবাহনের অত্যাধিক চাপ আছে দৌলতদিয়ায়। স্রোতের তীব্রতা কমলে ও ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারলে এ সিরিয়াল দ্রুত  নিস্পত্তি হবে বলে জানা  যায় ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow