কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ থাকছে " নেইমার "

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্যায়ের শেষ রাউন্ডের ম্যাচে দুই টিমের হয়েছিল বিপরীত অভিজ্ঞতা

Dec 5, 2022 - 11:23
 0
কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ  থাকছে " নেইমার "
কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্যায়ের শেষ রাউন্ডের ম্যাচে দুই টিমের হয়েছিল বিপরীত অভিজ্ঞতা। ব্রাজিল যেখানে ক্যামেরুনের বিরুদ্ধে হেরেছে, সেখানে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে পেয়েছে নকআউট পর্বের টিকিট।

ক্যামেরুনের বিপক্ষে হারের ম্যাচে ব্রাজিলের মূল একাদশ নামাননি কোচ তিতে। ম্যাচ ব্যাপী বলের নিয়ন্ত্রণ রাখলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের লক্ষ্য মেলেনি।নেইমার, অ্যালেক্স সান্দ্রো এবং দানিলো ১ম ম্যাচের পর থেকেই ইনজুরির কারণে টিমের বাইরে। এরবাইরে মূল একাদশের অবশিষ্ট সবাইকে বিশ্রাম দিয়েছিলেন তিতে। সেই ম্যাচে এক গোলে পরাজিত হয় ব্রাজিল। ওই ম্যাচে একাদশে স্থান পাওয়া গাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। 

সার্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়া নেইমার নকআউট পর্বে ফিরতে পারবেন কি-না এনিয়ে ছিল সংশয়। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামার প্রথমে আশার কথা শুনিয়েছেন কোচ। জানাচ্ছেন, নেইমার ফিট।  সোমবার মাঠে নামার আগে সেলেসাও কোচ তিতে জানিয়ে দিয়েছেন, গোড়ালির চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন নেইমার। নকআউটের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবেন তিনি। তবে এ ম্যাচ জিতে ব্রাজিলের হেক্সা বিজয়ের স্বপ্নকে ভাসিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সন হিউং মিনরাও।

জি’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। তবে শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তিতের দল। সেই ম্যাচে শুরুর একাদশে অধিকাংশ ফুটবলারদের বিশ্রামে রাখেন সেলেসাও কোচ তিতে৷

অন্যদিকে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে গত শনিবার পর্তুগালকে ২-১ গোলের ব্যবধানে হারায় দক্ষিণ কোরিয়া। বিশ্বসেরার মঞ্চে এর আগে নিজেদের সবশেষ ১১ ম্যাচের একটিতে বিজয় পেয়েছিল এশিয়ার এ দলটি ।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচে রেগুলার অধিনায়ক থিয়েগো সিলভা দলে ফিরছেন। এছাড়া সার্বিয়ার বিরুদ্ধে যে দল খেলিয়েছিলেন তিতে তাদের সবাইকে দেখা যেতে পারে এই ম্যাচে। রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, রাফিনহা, কাসিমিরো, পাকুয়েতা, থিয়েগো সিলভা, দানিলো, অ্যালিসন; ম্যাচ-পূর্ব খবর সম্মেলনে তাদের ফেরার ইঙ্গিত দেওয়া হয়েছে।

নকআউট পর্ব শুধুমাত্র নব্বই মিনিটেরই খেলা-ধুলা নয়। এ টাইমে রেজাল্ট না প্রকৃতপক্ষে ম্যাচ অতিরিক্ত টাইমে গড়াতে পারে। সম্ভাব্য এ ১২০ মিনিটের জন্যে কি ফিট নেইমার, সংবাদ সম্মেলনে এইরকম প্রশ্নের সরাসরি জবাব না কর্তৃক কোচ তিতে দিয়েছেন কৌশলী জবাব। তার ভাষ্য, মেডিকেল টিম নেইমারকে খেলার অনুমতি দিলে আরম্ভ থেকেই সর্বসেরা স্কোয়াড নামাব। সোমবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ টাইম রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দক্ষিণ কোরিয়া 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow