সিলেট-জকিগঞ্জ রুটে পরিবহন ধর্মঘটের ডাক

‘বিশৃঙ্খলভাবে’ বিআরটিসি বাস চলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ রুটে আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

Jan 29, 2023 - 13:07
 0
সিলেট-জকিগঞ্জ রুটে পরিবহন ধর্মঘটের ডাক
শনিবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত : সংগ্রহীত ছবি

‘বিশৃঙ্খলভাবে’ বিআরটিসি বাস চলার প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ রুটে আগামী সোমবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ঘোষণা করেছেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেন উপস্থিত পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ আবারও মাঠের লড়াইয়ে ফিরছেন আফ্রিদি

সিলেট জেলা সড়ক

  • বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউর কবির পলাশ  ‘সোমবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে। দুই বা তিন দিন এই রুটে কর্মবিরতি চলার পর যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা পুরো জেলাজুড়ে কর্মবিরতি শুরু করব। তাতেও কাজ না হলে বিভাগজুড়ে এ কর্মসূচির ডাক দেওয়া হবে।’

আরও পড়ুনঃ কার জিম্মায় থাকবে জাপানি দুই শিশু? জানা যাবে আজ

এমন কর্মসূচির আগে দুই দফা স্মারকলিপি দেওয়া হয়েছে জানিয়ে পলাশ বলেন, ‘প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দেয়নি, তাই বাধ্য হয়ে আমাদের এমন কর্মসূচিতে যেতে হয়েছে।’
জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সূত্রে জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসির চারটির বেশি বাস চলাচল না করা, প্রতিটি বাস আসা-যাওয়া বাবদ একটি করে মোট চারটি ট্রিপ দেয়ার দাবি জানিয়ে ১১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেয়া হয়। কিন্তু সেই দাবি মানা হয়নি। এর মধ্যে গত কয়েক দিন ধরে বিআরটিসির গাড়িগুলো ‘নিয়ম নীতি না মেনে’ চলছে।

তাই সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ রুটে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতেও সমাধান না হলে সিলেট জেলা পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow