মার্চ-এপ্রিলে ভারত থেকে পাইপলাইনে তেল আসবে

আগামী মার্চ বা এপ্রিলের মধ্যেই ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল আমদানির উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. মোফাজ্জল হোসেন মিয়া।

Feb 12, 2023 - 11:12
 0
মার্চ-এপ্রিলে ভারত থেকে পাইপলাইনে তেল আসবে
মার্চ বা এপ্রিলের দিকে এটির উদ্বোধন সংগ্রহীত ছবি

আগামী মার্চ বা এপ্রিলের মধ্যেই ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল আমদানির উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. মোফাজ্জল হোসেন মিয়া।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ভারত থেকে তেল আমদানির বিষয়টি ভালোই অগ্রগতির মধ্যে আছে। আমরা আশা করি আগামী মার্চ বা এপ্রিলের দিকে এটির উদ্বোধন টা হয়ে যাবে৷ সে জন্য দুই দেশের সরকারই প্রস্তুত আছে।

তিনি আর জানান , ‘ভারত থেকে তেল আমদানির বিষয়টি ভালোই অগ্রগতির মধ্যে আছে। আশা করছি আগামী মার্চ বা এপ্রিলের দিকে এটির উদ্বোধন হয়ে যাবে। সে জন্য দুই দেশের সরকার প্রস্তুত আছে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

  • এছাড়া রংপুর অঞ্চলের উন্নয়ন নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বলেছেন, ‘চিলাহাটির সঙ্গে আশপাশের দেশের মধ্যে যে কানেক্টিভিটি, বিশেষ করে মোংলার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয় এর আগে কল্পনা করা যায়নি। এই কানেক্টিভিটি উত্তরণের জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে। এ জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। আপনাদের কোনো সময় দিচ্ছি না, তবে আপনাদের প্রত্যাশাকে আমরা সম্মান করি। প্রত্যাশাগুলো খুবই ভালো এবং এসব অবকাঠামো করতে পারলে আমরা মনে করি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন অনেক দ্রুত হবে।'

________________________________________________

আরও পড়ুনঃ  ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু
________________________________________________

এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ও বৃহৎ উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে মুখ্যসচিব আরও বলেন, রংপুর বিভাগের যে সকল ডিপার্টমেন্ট আছে, ধরেন সড়ক বিভাগ, এলজিইডি, খাদ্য, কৃষি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং অন্যান্য সকল ডিপার্টমেন্টে সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যে টার্গেট নির্ধারিত আছে সেই লক্ষ্যমাত্রা অর্জনে তারা কাজ করে যাচ্ছে। এছাড়াও এ সকল কাজে তারা স্থানীয়ভাবে কখনো কোনো সমস্যায় পড়েনি। সরকারের যথাযথ নির্দেশনা তারা পালন করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow