মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

Dec 27, 2022 - 17:13
 0
মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ২১ কোটি অর্থের অবৈধ সম্পদ অর্জনের মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সংস্থাটির উপ-পরিচালক নুরুল হুদা সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র জমা দেন। 

সংবাদ সম্মেলনে দুদক সচিব মো. মাহবুব হোসেন জানান, মির্জা আব্বাসের গৃহিণী আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। কিন্তু এই সম্পদের স্বপক্ষে আফরোজা যৌক্তিক কোনো দালিলিক তথ্য-প্রমাণ দিতে পারেননি।

আরও পড়ুনঃ রংপুরে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৫ শতাংশ : সিইসি

মূলত মির্জা আব্বাস সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী থাকাকালে প্রভাব খাটিয়ে ঘুষ-দুর্নীতির দ্বারা এই অবৈধ সম্পদ অর্জন করেন।

পরবর্তীতে এসব সম্পদের বৈধতা দিতে বউ আফরোজা আব্বাসের নামে হস্তান্তর করে। আব্বাসের সহযোগী হিসেবে অবৈধ সম্পদের ভাগিদার হওয়ায় স্ত্রীকেও অভিযুক্ত ব্যক্তি করে  অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ২০১৮ সালে শাহজাহানপুর উপজেলায় অবৈধ ধন অজর্জনের অভিযোগে মামলাটি করে দুদক।

আরও পড়ুনঃ নরসিংদীতে দুই আনসার সদস্যের অস্ত্র ছিনতাই

দুদক সচিব বলেন, ‘দুদকের রাজনৈতিক যোগসাজশ থাকার কোনো সুযোগ নেই, এখানে রাজনৈতিক কয়েকটি নেই। বিধান ও নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow