বাঘের গর্জনে আতঙ্কিত এলাকাবাসী,রাত জেগে পাহারা

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন সংলগ্ন মোরেলগঞ্জের পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন সুধীরের সিলা এলাকায় বাঘের গর্জন শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

Jan 30, 2023 - 13:42
 0
বাঘের গর্জনে আতঙ্কিত এলাকাবাসী,রাত জেগে পাহারা
সোমবার (৩০ জানুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন : সংগ্রহীত ছবি

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন সংলগ্ন মোরেলগঞ্জের পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন সুধীরের সিলা এলাকায় বাঘের গর্জন শুনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধারার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে ওই গর্জন শোনা যায়।

আরও পড়ুনঃ ঘন কুয়াশার কারণে ঢাকার ফ্লাইট গেল ইয়াঙ্গুন-কলকাতা-চট্টগ্রাম

তিনি আরও জানান, বন এবং পশ্চিম আমুরবুনিয়া গ্রামে মধ্যে শুধু একটা খাল (যা মরা ভোলানদী নামে পরিচিত)। ওই খাল পার হয়ে বাঘ যাতে গ্রামে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থেকে পাহারা দেওয়া হচ্ছে।

মোরেলগঞ্জ

  • মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বাঘ পশ্চিম আমুরবুনিয়া গ্রাম সংলগ্ন খালের পাড়ে গর্জন করেছে। পুলিশ বাহিনীও সতর্ক আছে। প্রয়োজনে পুলিশ সদস্যরাও বিটিআরটি টিম এবং বন বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে।

আরও পড়ুনঃ ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা


সিপিজির সভাপতি খলিল জমাদ্দার আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত দুই বনরক্ষীসহ তারা ১২জনের একটি দল গ্রামবাসীদের সাথে নিয়ে পাহারা দিয়েছেন। সন্ধ্যার পর থেকে তারা বনের পাশের প্রায় ১০ কিলোমিটার এলাকা টর্চলাইট ও লাঠিসোটা হাতে নিয়ে ঘুরেছেন। এভাবে প্রতিরাতেই তারা পাহারায় থাকবেন বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow