তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিল মেয়েরা

Mar 10, 2023 - 19:29
 0
তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিল মেয়েরা
সংগ্রহীত ছবি

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভসূচনা করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।

আকলিমার করা গোলে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে স্বাগতিকরা।

আকলিমাই ব্যবধান দ্বিগুণ করেন। পরে স্বপ্না মাত্র এক মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এই গ্রুপের প্রথম ম্যাচে গত বুধবার ইরানের কাছে ৭-১ গোলে হেরেছিল তুর্কমেনিস্তান। টানা দুই হারে তাদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো।

তিন দলের গ্রুপের শেষ ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ইরান। বলা যায় ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow