মেডিকেল ভর্তি পরীক্ষা আজ

Mar 10, 2023 - 19:24
 0
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ
সংগ্রহীত ছবি

এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। প্রতিটি আসনের বিপরীতে ১২ জন পরীক্ষার্থী লড়বেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালা ২০২৩ অনুযায়ী- আসন্ন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। ফলে ভর্তির জন্য এবার প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৩২ জন শিক্ষার্থী। আর ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি। সব মিলিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য ১১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ হিসাবে সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য গড়ে ১২ দশমিক ৫ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow