চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দেওয়ার জন্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Jan 18, 2023 - 12:06
 0
চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
সংগ্রহীত ছবি

আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দেওয়ার জন্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে।

আরও পড়ুনঃ নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই


বুধবার, ১৮ জানুয়ারি বেলা ১১টার দিকে রাষ্ট্রের আরও ৪৫ থানায় কমিউনিটি ভিশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। জাতীয় অক্ষি বিজ্ঞান ইনস্টিটিউটে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে এইরকম ৭০টি থানায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুনঃ নবম-দশমের ৩ বইয়ে ৯ ভুলের সংশোধনী দিল এনসিটিবি

এর দ্বারা উপজেলাগুলোতে হাসপাতালেই সব ধরনের চোখের সমস্যায় রোগীরা সেবা নিতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা এর আগে ৭০টি, ইদানিং ৪৫টি থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেছি। লোকজন যেন সহজে হাসপাতালে আসতে পারেন সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow