চাকরিতে যোগ দিলেন সাকিব আল হাসান!

Jan 5, 2023 - 13:39
Jan 5, 2023 - 13:40
 0
চাকরিতে যোগ দিলেন সাকিব আল হাসান!
-সাকিব-আল-হাসান

বাংলাদেশ ক্রিকেটের প্রাণ জানানো হয়ে যায় সাকিব আল হাসানকে। লাল সবুজ জার্সিতে দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। ক্রিকেটের তিন ফরম্যাটে দীর্ঘ টাইম ধরে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এই যাত্রায় সেই সাকিবই চাকরিতে যোগ দিলেন!

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এসে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু একমাত্র একদিনের জন্য এই দায়িত্ব নিয়েছেন ৩৫ বছর বয়সী তারকা এ ক্রিকেটার।

দেশে বিদেশে নানারকম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন সাকিব আল হাসান। গালফ অয়েলেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন তিনি। তবে কোম্পানির প্রচারের জন্য এবার অভিনব ব্যবস্থায় সাকিবকে সিইও পদে যুক্ত করেছে সংস্থা কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ বাড়ানো হলো বিপিএলের প্রাইজমানি, চ্যাম্পিয়নরা পাবে কত?

নিজের অনুভূতি পাবলিশ করে সাকিব গণমাধ্যমে বলেন, ‍‍`খুবই সুন্দর লাগছে। প্রথম বার এইরকম একটা দায়িত্বশীল পদে এলাম। নানারকম সময়ে নানারকম ধরনের চ্যালেঞ্জ এসেছে, এ চ্যালেঞ্জ অতিক্রম করাই একটি বিশাল মজার বিষয়। আমার কাছে এই ধরনের চ্যালেঞ্জ চমৎকার লাগে। চেষ্টা করব ভালো কাজের দ্বারা এই কোম্পানিকে আরও সম্মুখে নিয়ে যাওয়ার।‍‍`

ক্রিকেটার সাকিব মাঠের বাইরে বিভিন্ন ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন। ফলে ভবিষ্যতে সত্যিকার অর্থেই এ ধরনের প্রতিষ্ঠানের সিইও হওয়ার কল্পনা দেখেন কি না এইরকম প্রশ্ন করা হলে জবাবে সাকিব বলেন, ‍‍`এখন পর্যন্ত ক্রিকেট নিয়েই কল্পনা আছে। যখন তা সম্পন্ন হবে, তখন নতুন স্বপ্ন দেখা শুরু করব।‍‍`

সাকিবের ওপর এইরকম দায়িত্ব হস্তান্তরের রিজন হিসেবে গালফ ওয়েল বাংলাদেশ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা অম্লান মিত্র বলেন, ‍‍`আমি একদিনের অব্যাহতি পেলাম। সাকিব রোজই দলের সিইও হয়ে মাঠে নামেন। তো একদিন এই অবস্থানে বসে দেখুক, এখানে কেমন চাপ আছে। এটা একটি আইডিয়া।‍‍`

আরও পড়ুনঃ দায়িত্ব পেয়েই পাকিস্তান দলের বড় পরিবর্তন আনলেন আফ্রিদি

গত চার বছর ধরে গালফ ওয়েল বাংলাদেশ লি. এর সঙ্গে যুক্ত রয়েছেন সাকিব। করোনা মহামারিসহ বৈশ্বিক মন্দার মধ্যেও অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানি। তাই সাকিবকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও উল্লেখ করেছেন অম্লান মিত্র।

তিনি এইরকম বলেন, ‍‍`তিনি (সাকিব) আমাদের সৌভাগ্যের প্রতীক। একসাথে সে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। আমাদের এই অফিসটা নতুন। এইখানে তিনি প্রথমে আসেননি। চাচ্ছিলাম সাকিব যেন এই অফিসটা দেখেন। এক মাস প্রথমে আমরা এই অফিসটা নিই, উনি তখন ছিলেন না।‍‍`

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow