করোনায় আরও ৯০১ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখের নিচে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ শতাধিক মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে চার লাখের নিচে।

Jan 8, 2023 - 14:28
Jan 8, 2023 - 15:04
 0
করোনায় আরও ৯০১ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখের নিচে

রোববার (৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মরণ ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ৯০১ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৫ শতাধিক।

এতে বিশ্বব্যাপী মৃতের পরিমান পৌঁছেছে ৬৭ লাখ ১২ হাজার ৮০৬ জনে।
এদিকে ভাইরাসটিতে নিউ করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ৮৪১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর পরিমান কমেছে ৮০ হাজারের বেশি। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত সর্বমোট রোগীর পরিমান বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৮২ লাখ ৮৫ হাজার ১৬৬ জনে।

আন্তর্জাতিক - আরও পড়ুনঃ মামলায় লড়বে রোবট আইনজীবী, কমবে খরচ

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৬৫৪ জন জন। প্রাণহানি হয়েছে ৪৬৩ জনের। মহামারির আরম্ভ হতে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২ লাখ ৮৩ হাজার ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৯ হাজার ৪১৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নিউ করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন ৭ হাজার ৫৮২ জন। মারা গেছেন ৩০ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে অধুনা পর্যন্ত ১০ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৪০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও ১১ লাখ ২১ হাজার ৮৯ জন মারা গেছেন।

আন্তর্জাতিক -  আরও পড়ুনঃ বাখমুতে দিনভর গোলাবর্ষণ, ‘অর্থহীন’ পুতিনের যুদ্ধবিরতি

২০১৯ বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর ২০২০ বছরের ১১ মার্চ পৃথিবী দেহ সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর প্রথমে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow