ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা

ইতালির নব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে করা হয়েছে

Dec 12, 2022 - 19:46
 0
ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ নারীকে গুলি করে হত্যা
একজন প্রত্যক্ষদর্শী ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেছেন, হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয় ছবি: সংগৃহীত

ইতালির নব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এক বান্ধবীসহ তিন নারীকে গুলি করে  করা হয়েছে। এই সময় আরও ৪ লোক আঘাতগ্রস্থ হয়েছে। এ ঘটনা ঘটেছে ইতালির রাজধানী রোমের একটি ক্যাফেতে। এক লোক গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির পর বন্দুকধারী ৫৭ বছর বয়সি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ফিদেন জেলার ১টি পানশালায় এ বৈঠক চলছিল।

একজন প্রত্যক্ষদর্শী ইতালীয় বার্তা সংস্থা আনসাকে বলেছেন, হামলাকারী কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়, চিৎকার করে বলা হয় ‘আমি তোমাদের সবাইকে খুন করব’। তারপর গুলিবর্ষণ আরম্ভ করে। গুলিবর্ষণে আরও ৪ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কমপক্ষে একজনের পরিস্থিতি গুরুতর। অপর এক প্রত্যক্ষদর্শী জানান, সন্দেহভাজন ১টি স্থানীয় বাসিন্দা। অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দাদের কমিটির সাথে তার দীর্ঘ বিবাদ রয়েছে।

ইতালির নিউ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেত্তা গোলিসানো নিহত হয়েছেন। নিহত হওয়া অপর দুই মেয়ে হচ্ছে এলিসাবেত্তা সিলেনছি এবং সাবিনা স্পেরানদিও। বান্ধবীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow