‘প্রধানমন্ত্রী স্মার্ট ও উন্নত দেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

Apr 5, 2023 - 12:10
 0
‘প্রধানমন্ত্রী স্মার্ট ও উন্নত দেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন’
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকায় আগারগাঁওস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএলপিএ) নবনির্মিত প্রধান কার্যালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, আমরা সৌভাগ‍্যবান। কারণ, আমরা বঙ্গবন্ধুর মতো স্মার্ট নেতৃত্ব পেয়েছিলাম। তার নেতৃত্বের কারণে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় তার কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, একসময়ে স্থলবন্দর সেবা বলতে কিছু ছিল না, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান হতো। এখন এসব অপকর্ম বন্ধ হয়েছে। বন্দরগুলোতে অবকাঠামো বেড়েছে। নতুন স্থলবন্দর উদ্বোধন হতে যাচ্ছে। এসব কিছু সম্ভব হয়েছে শেখ হাসিনার স্মার্ট সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে। তিনি সব ধরনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে স্থলবন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত‍্যার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন শেখ হাসিনা। এখন পুরো বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। প্রধানমন্ত্রী স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন।

সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএলপিএ’র চেয়ারম্যান মো. আলমগীর, বিএলপিএ’র সদস্য (উন্নয়ন) ফাহমিদা আক্তার, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর নিজামুল হক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম‍্যান কমডোর আরিফ মোহাম্মদ মোস্তফা, বিএলপিএ’র সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও বিএলপিএ’র সদস্য (প্রশাসন) এস এম মাহফুজুল হক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow