১১ বছরেও শেষ হয়নি সেই ৪৮ ঘণ্টা

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১১ বছর আজ শনিবার। আলোচিত এই হত্যার ঘটনায় হওয়া মামলায় একের পর এক তদন্ত সংস্থা আর তদন্ত কর্মকর্তা বদলেছে। তবে রহস্যের জট খোলেনি। এখনো আসামি শনাক্তকরণ, জব্দ করা আলামত পরীক্ষা ও নিহতদের খোয়া যাওয়া ল্যাপটপ উদ্ধারের পর্যায়েই আটকে আছে তদন্ত।

Feb 11, 2023 - 11:20
 0
১১ বছরেও শেষ হয়নি সেই ৪৮ ঘণ্টা
ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১১ বছর আজ শনিবার। আলোচিত এই হত্যার ঘটনায় হওয়া মামলায় একের পর এক তদন্ত সংস্থা আর তদন্ত কর্মকর্তা বদলেছে। তবে রহস্যের জট খোলেনি। এখনো আসামি শনাক্তকরণ, জব্দ করা আলামত পরীক্ষা ও নিহতদের খোয়া যাওয়া ল্যাপটপ উদ্ধারের পর্যায়েই আটকে আছে তদন্ত।

কিন্তু সেই ৪৮ ঘণ্টা রূপ নিয়েছে ৯৬ হাজার ৩৬০ ঘণ্টায়। শনাক্তই হয়নি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারী। ১১ বছরেও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত সংস্থা র‌্যাব। স্বজনহারা পরিবার ও সহকর্মীদের প্রশ্ন, বিচার পেতে আর কতো অপেক্ষা করতে হবে তাদের।

হত্যাকাণ্ডের ৪ দিন পর ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ৬২ দিন পর তারাও হত্যা রহস্য উদঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল মামলার তদন্তভার হাত বদল হয় এলিট ফোর্স র‌্যাবের কাছে। দায়িত্ব নেয়ার পর কবর থেকে তোলা হয় সাগর-রুনির মরদেহ। ৯ ধরনের আলামতের ডিএনএ টেস্ট করতে যুক্তরাষ্ট্রে পাঠায় র‌্যাব। সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এরপরও কোন কুলকিনারা করতে পারেনি সংস্থাটি। এ কারণে এখন পর্যন্ত তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ৯৫ বার সময় চেয়ে আবেদন করে তারা।


___________________________________________________

আরও পড়ুনঃ ভবন নির্মাতাদের বিরুদ্ধে তদন্ত শুরু তুরস্কে
___________________________________________________


মামলার বাদী ও রুনির ভাই নওশের আলম রোমান বলেন, ‘১১ বছরেও কোনো অগ্রগতি নেই, আর কবে হবে। কোনো অগ্রগতি হবে না। আমরা আশা ছেড়ে দিয়েছি। শুধু এতটুকু বলতে পারি, তদন্ত কর্মকর্তা এ বিষয়ে কাজ করছেন না। আমাদের সঙ্গেও যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন। অথচ প্রতি বছর তারা নিয়মমাফিক ভাবে বলে আসছেন, দৃশ্যমান অগ্রগতি হয়েছে। কিন্তু বাস্তবে কিছুই নয়।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতও যেখানে বারবার সময় দিচ্ছেন, সেখানে আমাদের আর কী বলার আছে? তবে, জট খোলার চেষ্টা না করলে জট খুলবে না, এটাই স্বাভাবিক।’


২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow