স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ জুতা

বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি সেল্ফ-লেইসিং বা ফিতা বাঁধা ট্রেইনার জুতা বাজারে আনতে যাচ্ছে। যা গ্রাহকদের পায়ের আকৃতি অনুযায়ী সহজেই ফিট হয়ে যাবে এবং এই জুতাটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।

Feb 8, 2023 - 20:45
 0
স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ জুতা
একে বলা যেতে পারে ফিউচারিস্টিক ফুটওয়্যারের সর্বশেষ সংস্করণ। সংগ্রহীত ছবি

বিশ্বখ্যাত ব্র্যান্ড নাইকি সেল্ফ-লেইসিং বা ফিতা বাঁধা ট্রেইনার জুতা বাজারে আনতে যাচ্ছে। যা গ্রাহকদের পায়ের আকৃতি অনুযায়ী সহজেই ফিট হয়ে যাবে এবং এই জুতাটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব।

একে বলা যেতে পারে ফিউচারিস্টিক ফুটওয়্যারের সর্বশেষ সংস্করণ।

তবে এই জুতাটির ধারণা পাওয়া গিয়েছিল ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত "ব্যাক টু দ্য ফিউচার পার্ট টু" চলচ্চিত্রে। পরে নাইকি বিস্তর গবেষণার পর ২০১৬ সালে সেই জুতাটির একটি বাস্তব রূপ দিতে সক্ষম হয়। জুতাটি এই ফেব্রুয়ারিতে বাজারে ছাড়ার কথা রয়েছে।

নতুন এই জুতাতে ফিতা আছে ঠিকই, কিন্তু এ জুতা পরার পর কষ্ট করে আপনাকে ফিতা বাঁধতে হবে না। আপনার অবস্থানের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে এই জুতা। অর্থাৎ খোলার সময় এক রকম, আবার হাঁটা বা স্রেফ বসে থাকা, অবস্থান বুঝে নিজেকে পরিবর্তিত করে নেবে জুতার ফিতা।

আপনার হাতের স্মার্টফোনটিতে থাকবে একে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি। ফোনের বাটন প্রেস করে এক নিমেষে জুতার ফিতা আলগা অথবা শক্ত করতে পারবেন। মূলত বাস্কেটবল খেলোয়াড়দের জন্যই জুতাটি ডিজাইন করা হয়েছে।হাঁটা, খেলা বা দৌড়ানোর সময় কীভাবে জুতা ফিট হবে, তাও প্রোগ্রামিং করা থাকবে তাতে। নাইকি জানিয়েছে, তাদের এই জুতাটি চার্জেবল। প্রতি জোড়ার জন্য একটি করে রিচার্জিং ম্যাট থাকবে, যা বিনামূল্যে পাওয়া যাবে জুতা কিনলে।

নাইকির নতুন এই স্পোর্টস শু হল সেল্‌ফ লেসিং। যাকে প্রযুক্তির ভাষায় বলা হচ্ছে ‘পাওয়ার লেসেস’।আপনার হাতের স্মার্টফোনটিতে থাকবে একে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি। ফোনের বাটন প্রেস করে এক নিমেষে জুতা র ফিতে আলগা অথবা শক্ত করতে পারবেন। মূলত বাস্কেটবল খেলোয়াড়দের জন্যই জুতাটি ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। হাঁটা, খেলা বা দৌড়নোর সময় কীভাবে জুতা ফিট হবে, তাও প্রোগামিং করা থাকবে তাতে।

নাইকি জানিয়েছে, তাদের এই জুতা টি চার্জেবল। প্রতি জোড়ার জন্য একটি করে রিচার্জিং ম্যাট থাকবে, যা বিনামূল্যে পাওয়া যাবে জুতা কিনলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow