সারা রাত ঘুমিয়েও ঘন ঘন হাই ওঠে,হার্ট অ্যাটাকের লক্ষণ নয়তো?

সারা রাত ঘুমিয়ে সকালে উঠে অফিসে গেলেন। যাওয়ার পর মিটিং কিংবা গুরুত্বপূর্ণ কাজ করার সময় কি আপনার বারবার হাই ওঠে? অনেক সময় এ ধরনের পরিস্থিতি আপনাকে হয়তো বিব্রতকর অবস্থায় ফেলে। অথচ সারা রাত যে ঘুম হয়নি, এমন নয়। পর্যাপ্ত ঘুম হওয়া সত্ত্বেও এমন হয় মাঝে-মধ্যে।

Feb 7, 2023 - 20:14
 0
সারা রাত ঘুমিয়েও ঘন ঘন হাই ওঠে,হার্ট অ্যাটাকের লক্ষণ নয়তো?
সংগ্রহীত ছবি

সারা রাত ঘুমিয়ে সকালে উঠে অফিসে গেলেন। যাওয়ার পর মিটিং কিংবা গুরুত্বপূর্ণ কাজ করার সময় কি আপনার বারবার হাই ওঠে? অনেক সময় এ ধরনের পরিস্থিতি আপনাকে হয়তো বিব্রতকর অবস্থায় ফেলে। অথচ সারা রাত যে ঘুম হয়নি, এমন নয়। পর্যাপ্ত ঘুম হওয়া সত্ত্বেও এমন হয় মাঝে-মধ্যে।

স্নায়ুর সমস্যা
স্নায়ুগত কোনও সমস্যা থাকলেও ঘন ঘন হাই ওঠে। পারকিনসন্স, ডিমেনেশিয়ার একটি লক্ষণ হতে পারে হাই। সারা দিনে কয়েক বার হাই ওঠা অস্বাভাবিক কিছু নয়। তবে অতিরিক্ত হাই ওঠার নেপথ্যে কিন্তু এই কারণগুলো থাকতে পারে। ঠিকঠাক ঘুম হওয়া সত্ত্বেও যদি হাই ওঠে, তা হলে এক বার বিষয়টি নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে।

শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া
পর্যাপ্ত ঘুমিয়েও হাই ওঠার আরও একটি কারণ হলো শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। শরীরের তাপমাত্রা বেশি হলে মস্তিষ্কের তাপমাত্রাও বেশি হয়। সেই সময় খুব বেশি করে হাই উঠতে পারে। এমন হলে ঠান্ডা জল খেয়ে নিতে পারেন। হাই ওঠা বন্ধ হয়ে যাবে।

হার্ট অ্যাটাকের উপসর্গ

অত্যধিক হাই তোলার সঙ্গে স্নায়ুর সম্পর্ক রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, হৃদ্‌পিণ্ডের চারপাশে রক্তক্ষরণ হলেও খুব ঘন ঘন হাই ওঠে অনেক সময়। চিকিৎসকেরা আরও জানাচ্ছেন, হাই ওঠা হার্ট অ্যাটকের অন্যতম লক্ষণ হতে পারে। স্ট্রোকের আগে অতিরিক্ত হাই ওঠে। বিশেষ করে শরীরচর্চার সময় যদি খুব বেশি হাই ওঠে, গরমের দিনে তাঁদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow