মেট্রোর লাইনে ঘুড়ি আটকা, সিঙ্গেল লাইনে চলছে ট্রেন

মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ায় সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রোট্রেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।

Feb 19, 2023 - 11:21
 0
মেট্রোর লাইনে ঘুড়ি আটকা, সিঙ্গেল লাইনে চলছে ট্রেন
সংগ্রহীত ছবি

মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর ডাউন লাইনে (উত্তরা থেকে আগারগাঁও) ঘুড়ি আটকে যাওয়ায় সিঙ্গেল লাইনে চলছে উভয়পথের মেট্রোট্রেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি  নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) নাসির উদ্দিন আহমেদ।


তিনি বলেন, ‘ডাউন লাইনে ঘুড়ি আটকে গেছে। সেখানে আমাদের লোক ঘুড়ি সরানোর কাজ করছে। এটা ছাড়ানো ছাড়া তো আর ওই লাইনে ট্রেন পরিচালনা সম্ভব হবে না।’

__________________________________________________________

আরও পড়ুনঃ  ইসরায়েলের মিসাইল হামলায় দামেস্কে নিহত ৫
__________________________________________________________

শেষ রাতের দিকে বা সকালে এই ঘটনা ঘটতে পারে উল্লেখ করে নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আপাতত আপ লাইন (আগারগাঁও থেকে উত্তরা) দিয়ে উভয়পথের মেট্রো ট্রেন পরিচালনা করছি। কোনো অসুবিধা হচ্ছে না।’


ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল এন্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলের উপরে হ্যাঙ্গারের মতো একটি ডিভাইস আছে, যেটি তারের সঙ্গে টাচ করে সামনে যেতে থাকে। এ ছাড়া উপরের তারে ১৫০০ ভোল্টের মতো ইলেক্ট্রিসিটি থাকে। এই ডিভাইসটার মাধ্যমে সেই ডিভাইসটি তার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে এগিয়ে চলে ট্রেনটি। এই দুটি অংশের মাঝখানটা এতটাই সেনসিটিভ যে এর মাঝে যদি কিছু লেগে থাকে তাহলে স্পার্ক করে আগুন ধরে যাবে। আর আগুন ধরলে সঙ্গে সঙ্গেই ট্রেনটি বন্ধ হয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow