ব্রেন ফগ কী?

করোনাভাইরাস সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়ার কয়েক মাসের মধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা খেয়াল করেন যে, সংক্রমিতদের অনেকের জ্বর-কাশির মত উপসর্গগুলো সেরে গেলেও তারা পুরোপুরি সুস্থ হতে পারছেন না।

Feb 9, 2023 - 12:09
 0
ব্রেন ফগ কী?
সংগ্রহীত ছবি

করোনাভাইরাস সংক্রমণ বিশ্বে ছড়িয়ে পড়ার কয়েক মাসের মধ্যেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা খেয়াল করেন যে, সংক্রমিতদের অনেকের জ্বর-কাশির মত উপসর্গগুলো সেরে গেলেও তারা পুরোপুরি সুস্থ হতে পারছেন না।

ব্রেন ফগ কী?

এবার বিজ্ঞানীরা বলছেন, এই লং কোভিডের কারণেই শরীরে ধরা দিচ্ছে নানা ধরনের সমস্যা। এমনই একটি সমস্যার নাম হল ব্রেন ফগ (Brain Fog)। করোনার ইনফেকশনের কারণে স্মৃতিভ্রম থেকে শুরু করে নানা ধরনের কগনিটিভ (Cognitive) সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাই হল ব্রেন ফগ।


১. গর্ভাবস্থা: অনেক নারী গর্ভাবস্থায় অনেক কিছু স্মরণে রাখতে অসুবিধায় পড়েন। অনেক পরিবর্তন হয় শরীরে, আর যেসব রাসায়নিক উৎসারিত হয় বাচ্চাকে সুরক্ষার জন্য—এরা করতে পারে মনে রাখার সমস্যা। 

২. মাল্টিপল স্ক্লেরোসিস (এমএস): এই রোগ প্রভাব ফেলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র,আর তা মগজের দেহে সংকেত পাঠানো বদলে দিতে পারে। এমএস আছে, এমন অর্ধেক মানুষ তাঁদের স্মৃতি, মনঃসংযোগ, পরিকল্পনা আর ভাষা ব্যবহারে সমস্যায় পড়েন। লারনিং আর স্মৃতি বাড়ানোর ব্যায়াম কিছু কাজ দেয়। থেরাপিস্টের সাহায্য নেওয়া যেতে পারে।

৩. ওষুধ পত্র: কিছু ওষুধ ‘ওভার দ্য কাউন্টার’ (ফার্মেসি থেকে সরাসরি) কেনা যায়, আবার ব্যবস্থাপত্রেও আসে—এসব ওষুধ ঘটাতে পারে মগজ কুজ্ঝটিকা। ওষুধ গ্রহণের পর যদি দেখেন চিন্তাভাবনা এলোমেলো, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow