ফরিদপুরে ‘তক্ষক’ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার : ডিবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে প্রচলিত কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় জানোয়ার "তক্ষক"সহ পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা  (ডিবি) পুলিশ। 

Jan 24, 2023 - 11:43
 0
ফরিদপুরে ‘তক্ষক’ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার : ডিবি
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  তক্ষক পাচার চক্রের ওই চার সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন : সংগ্রহীত ছবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে প্রচলিত কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় জানোয়ার "তক্ষক"সহ পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা  (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  তক্ষক পাচার চক্রের ওই চার সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরও পড়ুনঃ ৩০০ আসনেই ইভিএম চায় "আ. লীগ" : ওবায়দুল কাদের

এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে জেলা শহরের মধ্য আলীপুরের একটি বসতবাড়ি থেকে ওই চার সদস্যকে গ্রেফতার করার সময় ওই বসতবাড়ি থেকে তক্ষকটি শায়েস্তা করা হয়। 

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ: রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), সেইম উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্যআলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার অতীত আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।

আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, গুপ্ত সংবাদের দ্বারা জানতে পারি কয়েকজন প্রতারক জেলা শহরের মধ্যআলীপুরের একটি বসতবাড়িতে তক্ষক কেনা-বেঁচা করছেন। 

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ১টি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। সেইম টাইম ওই বাড়ি হতে ১৫ ইঞ্চি দীর্ঘ একটি তক্ষক  করা হয়। এব্যাপারে আইনগত আয়োজন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে দেন গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow