ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার পেলে ‘চাকর হয়ে থাকব’

 ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ছুঁইছুঁই। এর মধ্যে বেশি প্রাণহানি হয়েছে তুরস্কে। সেখানে এখন পর্যন্ত ৫ হাজার ৮৯৪ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

Feb 8, 2023 - 17:52
Feb 8, 2023 - 19:25
 0
ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার পেলে ‘চাকর হয়ে থাকব’
সংগ্রহীত ছবি

 ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৮ হাজার ছুঁইছুঁই। এর মধ্যে বেশি প্রাণহানি হয়েছে তুরস্কে। সেখানে এখন পর্যন্ত ৫ হাজার ৮৯৪ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

 আর সিরিয়ায় মারা গেছে ১ হাজার ৯৩২ জন। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে আসে ঘটনাটি। প্রতিবেদনে বলা হয়, বয়সে বড় মরিয়ম উদ্ধারকর্মীদের উদ্দেশ্যে বলছিল, ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার পেলে ‘চাকর হয়ে থাকব’। এমন কথার জবাবে একজন উদ্ধারকর্মী বলেন, ‘না...না’। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মরিয়ম তার ছোট বোন ইলাফকে আগলে রেখেছে। আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিল মাথায়। তারা পরস্পরের সঙ্গে চাপাচাপি করে কোনোরকমে শুয়ে ছিল। তাদের বাবা জানায়, ইলাফ ইসলামিক নাম, যার অর্থ সুরক্ষা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow