কার জিম্মায় থাকবে জাপানি দুই শিশু? জানা যাবে আজ

জাপানে জন্ম নেওয়া দুই শিশুর বাবা ইমরান শরিফ নাকি মা নাকানো এরিকোর কাছে থাকবে, সে বিষয়ে আজ রায় ঘোষণা করবেন আদালত।

Jan 29, 2023 - 12:50
Jan 29, 2023 - 15:09
 0
কার জিম্মায় থাকবে জাপানি দুই শিশু? জানা যাবে আজ
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায় ঘোষণা করবেন : সংগ্রহীত ছবি

জাপানে জন্ম নেওয়া দুই শিশুর বাবা ইমরান শরিফ নাকি মা নাকানো এরিকোর কাছে থাকবে, সে বিষয়ে আজ রায় ঘোষণা করবেন আদালত।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকার অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান রায় ঘোষণা করবেন।

মায়ের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন শিশির মনির। বাবার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন নাসিমা আক্তার। এদিন এক শিশু জ্যাসমিনা আদালতে উপস্থিত ছিলো। এর আগে গত ১৫ জানুয়ারি ওই দুই জাপানি শিশু ও তাদের মা নিজেদের বক্তব্য তুলে ধরেন।

উল্লেখ্য, জাপানি চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বাংলাদেশি প্রকৌশলী ইমরান শরীফের বিয়ে হয় ২০০৮ সালে। দাম্পত্য কলহের জেরে ২০২০ সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো। এর পর ইমরান স্কুলপড়ুয়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান।

___________________________________________________________

আরও পড়ুনঃ স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড কমে যাবজ্জীবন
___________________________________________________________


এসবের মধ্যেই ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দুই মেয়েকে নিয়ে দুবাই হয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। এর কিছুদিন পর এরিকোর অনুকূলে আদেশ দেন টোকিওর আদালত। পরে ১৮ জুলাই এরিকো শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসেন। পরে তিনি হাইকোর্টে রিট করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow