ঘন কুয়াশা: এক কিলোমিটারে ১৬ দুর্ঘটনা, নিহত ১

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক কিলোমিটারের মধ্যে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে

Dec 15, 2022 - 12:41
 0
ঘন কুয়াশা: এক কিলোমিটারে ১৬ দুর্ঘটনা, নিহত ১
বিভিন্ন অঞ্চলে ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটেছে : সংগ্রহীত ছবি

ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এক কিলোমিটারের মধ্যে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মহাসড়কের ধল্লা হতে মির্জাপুর চরপাড়া এক কিলোমিটারে অন্তত ১৬টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে একজন নিহত হয়েছেন।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লাহ টুটুল এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টায় মহাসড়কের ধল্যা-মনসুর অঞ্চলে ঢাকামুখী লেনে পিকআপভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিটি বাসের হেলপার। মরদেহ থানায় নেয়া হয়েছে। তার নাম পাওয়া যায়নি।

টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক আহমেদ জানান, সকাল হতে মির্জাপুরের বিভিন্ন অঞ্চলে ১৫ থেকে ১৬টি দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী লেন বন্ধ রয়েছে। কিন্তু সার্ভিস লেন দিয়ে যানবাহন চলছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত স্বাভাবিক হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow