'কাদের বিশ্বাস করা যায় না, ২০২২ সাল তা দেখিয়েছে'

কাদের ওপর বিশ্বাস রাখা যায় না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ২০২২ সাল।

Dec 26, 2022 - 17:48
 0
'কাদের বিশ্বাস করা যায় না, ২০২২ সাল তা দেখিয়েছে'
'কাদের বিশ্বাস করা যায় না, ২০২২ সাল তা দেখিয়েছে'

আন্তর্জাতিক ডেস্ক : কাদের ওপর বিশ্বাস রাখা যায় না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ২০২২ সাল।

রোববার দেশীয় টেলিভিশন ‘রাশিয়া-১’-এ প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর আনাদোলোর। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যাপ্ত দেশই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছিল, অথচ পরে তাদের অন্য ভূমিকায় দেখা গেছে।

আরও পড়ুনঃ ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িত সব পক্ষের সাথে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া

এ হতে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। পাশাপাশি আমরা বিশ্বস্ত বন্ধুও খুঁজে পেয়েছি। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা একজোট হয়ে তেল রপ্তানি, ভ্রমণ এবং বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের একসাথে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে।  

আরও পড়ুনঃ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র - কানাডা মৃত্যু বেড়ে ৩৪

গত ১ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমি রুশ প্রেসিডেন্টের সাথে আলোচনায় বসতে রাজি আছি, যদি তার যুদ্ধ বন্ধের ‘সদিচ্ছা’ থাকে। অথচ আলোচনায় বসার প্রথমে দখলকৃত অঞ্চল হতে রাশিয়াকে সরে আসার শর্ত দিলে এই আলোচনা আর আলোর মুখ দেখেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow