বিজিবির দুটি হেলিকপ্টার আছে, পুলিশের দুটি আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বুয়েট শিষ্য ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে তদন্তকারী সংস্থার ওপর আস্থা রাখতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Dec 16, 2022 - 16:22
 0
বিজিবির দুটি হেলিকপ্টার আছে, পুলিশের দুটি আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী: ফারদিনের বিষয়ে র‍্যাব-ডিবির কাছ থেকে জেনে নিন
শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ পুলিশ সদস্যদের সম্মানে রাজারবাগে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।


 
সীমান্তে বিচ্ছিন্নতাবাদ পক্ষান্তরে কোনো রকম জঙ্গি কার্যক্রম সহ্য করা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচ্ছিন্নতাবাদ এবং জঙ্গি তৎপরতার জন্য সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় টহল কার্যক্রম বাড়াতে আকাশপথে সক্ষমতা বাড়ানো হচ্ছে। এর ভাগ হিসেবে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) দুটি হেলিকপ্টার দেয়া হয়েছে। এছাড়া পুলিশের জন্য আরও দুটি হেলিকপ্টার নিয়ে আসা হচ্ছে।’
 
মন্ত্রী বলেন, ‘একটি বিশেষ মহল জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করলেও গর্ভনমেন্টের একনিষ্ঠ চেষ্টায় জঙ্গিবাদ অধুনা নিয়ন্ত্রণে আছে।’

 
জঙ্গিবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বলেন, ‘জঙ্গিবাদ ১টি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদ পুরোটা নিয়ন্ত্রণে এটি বলব না। তবে আমাদের দেশে বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে। জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সময় দেশের লোক প্রধানমন্ত্রীর ডেকে আনে সাড়া দিয়েছেন। আপনারা দেখেছেন এ ঘটনায় (জঙ্গিবাদে) যারা মারা গেছে তাদের ডেড বডি পর্যন্ত পরিবার নিতে আসেনি। এছাড়া পর্যাপ্ত সময় মা তার সন্তানকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে উঠিয়ে দিয়েছে।’
 
এসময় বুয়েট ছাত্র ফারদিন খুন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভ্রান্তি না ছড়িয়ে তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখতে হবে।’
 
কোনো রকম  থাকলে তাদের কাছ থেকেই পরিষ্কার হওয়ার আহ্বান জানান তিনি।
 
বুধবার ফারদিনের মৃত্যু নিয়ে এলিট ফোর্স র‌্যাব বলেছে, ঘটনার দিন ফারদিন শীতলক্ষ্যার সুলতানা কামাল সেতু হতে স্বেচ্ছায় পানিতে লাফিয়ে মৃত্যুবরণ করেছেন। ঘটনার দিনের ১টি সিসিটিভি ফুটেজেও এ দৃশ্য ধরা পড়েছে। তবে ফারদিনের বাবার দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি। তাকে  করা হয়েছে।
 
গত ৪ নভেম্বর বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হন। এর তিনদিন পর ৭ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী হতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow