পবিত্র রমজানে খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ

খেজুরসহ ৮টি পণ্য বাকিতে আমদা‌নির সু‌যোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Dec 13, 2022 - 18:19
 0
পবিত্র রমজানে খেজুরসহ ৮ পণ্য বাকিতে আমদানির সুযোগ
ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরসহ ৮টি পণ্য বাকিতে আমদা‌নির সু‌যোগ

আসন্ন পবিত্র রমজান মাসের মধ্যে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরসহ ৮টি পণ্য বাকিতে আমদা‌নির সু‌যোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৩ ডি‌সেম্বর) এই সংক্রান্ত ১টি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বিদেশি কারেন্সি ও নীতি বিভাগ। ডলার সংকটের কারণে এই নির্দেশনা দেয়া হয়েছে।

এতে  হয়েছে— ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি এবং খেজুর ৯০ দিনের সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ প্রদান করা হচ্ছে। এই সুবিধা ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

গত রোববার এ সকল পণ্যের প্রাইস সহনীয় অবস্থায় রাখাসহ প্রচুর সরবরাহ নিশ্চিত করতে আমদানি এলসি স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশ ব্যাংকের নেয়া এই ব্যবস্থা আসন্ন রমজান উপলক্ষে দরকারী পণ্যের যোগান নিশ্চিত করবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow