ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২২০ জন হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জন হাসপাতালে অ্যাডমিট হয়েছেন

Dec 11, 2022 - 19:40
 0
ডেঙ্গুতে  আক্রান্ত হয়ে আরও ২২০ জন হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জন হাসপাতালে অ্যাডমিট হয়েছেন। এই নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর পরিমান দাঁড়ালো এক হাজার ৬০ জনে। এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই ইনফরমেশন  হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। এদের ভিতরে ঢাকার অধিবাসী ১০৪ এবং ঢাকার বাইরে ১১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি সালের ১ জানুয়ারি হতে ১১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬০ হাজার ২৯৮ জন। এদের ভিতরে সুস্থ হয়ে হাসপাতাল হতে ছাড়পত্র পেয়েছন ৫৮ হাজার ৯৭২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow