বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাড়ে ৩শ’র মধ্যে বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না।

Dec 10, 2022 - 20:14
 0
বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না : হানিফ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাড়ে ৩শ’র মধ্যে বিএনপির সাতজন সংসদ সদস্য পদত্যাগে সরকারের কিছু যায় আসে না।

শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত জনসভায় তিনি এই সকল কথা বলেন। ‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভার এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগ এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

মাহবুব  আলম হানিফ বলেন, শুনলাম তাদের (বিএনপি) সাত জন এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গণতান্ত্রিক দখল রয়েছে আপনি পদত্যাগ করতে পারেন। কিন্তু সেটা মাঠে হয় না, স্পিকারের কাছে দিতে হয়। এখানেও রাজনৈতিক স্ট্যান্ডবাজি। সাড়ে ৩শ জনের মধ্যে ৭ জনের পদত্যাগে সরকারের কিছু যায় আসে না।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে বক্তব্য রাখেন।

বিএনপি নেতা-কর্মীদের বাসা গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এডিটর মাহবুব উল আলম হানিফ বলেন, পলাতক আসামির কথায় রাষ্ট্র পাল্টায় না। অনেক হয়েছে আপনাদের আন্দোলন, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নেন। শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সহায়তা করুন। দেশের মানুষের পাশে দাঁড়ান।

তিনি বলেন, বিএনপি দুয়েকটা জনসভা করে মনে করেছে, রাষ্ট্র পাল্টায় ফেলবে। বিএনপি নেতাদের সম্প্রতি এ অবস্থা যে, তারা বলতে চালু করেছিল, ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow