ইশান-কোহলির ব্যাটে ৪০৯ রানের পাহাড় : ভারত

শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস শুরু করেন অধিনায়ক রোহিত শর্মার জায়গায় সিরিজে প্রথমবারের মত খেলার সুযোগ পাওয়া কিশান

Dec 10, 2022 - 16:44
 0
ইশান-কোহলির ব্যাটে ৪০৯ রানের পাহাড় : ভারত
ছবি: সংগৃহীত

ইশান কিশানের ডাবল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ৩য় এবং শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রান করেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটিই সর্বোচ্চ দলীয় রান ভারতের।

কিশান ২১০ এবং কোহলি ১১৩ রান করেন। ১ম দুই ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে  ৩য় এবং শেষ ওয়ানডেতেও টস জিতে  প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস শুরু করেন অধিনায়ক রোহিত শর্মার জায়গায় সিরিজে প্রথমবারের মত খেলার সুযোগ পাওয়া কিশান। ৫ম ওভারে নামের পাশে ৩ রান রেখে বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান মিরাজের শিকার হন ধাওয়ান।

ধাওয়ানের বিদায়ে উইকেটে আসেন বিরাট কোহলি। ৭ম ওভারে মিরাজের বলে লিটন ক্যাচ ফেললে ১ রানে জীবন পান কোহলি।

ব্যাট হাতে ভারতের রানের চাকা সচল রাখেন কিশান। ৪৯ বল খেলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১৭তম ওভারে ভারতের রান ১শ স্পর্শ করে। ২০তম ওভারে মিরাজের বলে  সাকিব ক্যাচ  মিস করলে  জীবন পান কিশান। মিড উইকেট হতে দৌঁড়ে ওয়াইড লং অনে দৃঢ় ক্যাচটি তালুবন্দি করতে পারেননি সাকিব। সেই সময় ৮৪ রানে ছিলেন কিশান।

২৪তম ওভারে  ৮৫ বলে ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে  ১ম সেঞ্চুরির দেখা পান কিশান। 

১০৩তম বলে দেড়শতে পা রাখেন কিশান। ১শ থেকে দেড়শতে পৌঁছাতে ১৮ বল খেলেছেন তিনি। ১২৬তম বলে ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন কিশান। পরবর্তী ৫০ রান করতে ২৩ বল খেলেন তিনি।

ভারতের ৪র্থ ক্রিকেটার এবং ওয়ানডে ইতিহাসের ৯ম ডাবল-সেঞ্চুরি করলেন কিশান। এর আগে ভারতের হয়ে রোহিত শর্মা ৩টি, শচীন টেন্ডুলকার-বিরেন্দার শেবাগ ১টি করে ডাবল-সেঞ্চুরি করেন। অন্য তিনটি ডাবল-সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং পাকিস্তানের ফখর জামান।

দ্রুততম ডাবল-সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নামও তুলেন কিশান। ডাবল-সেঞ্চুরির পর ৩৬তম ওভারে বাংলাদেশের পেসার তাসকিনের বলে ব্যক্তিগত ২১০ রানে থামেন কিশান। ১৩১ বল খেলে ২৪টি চার ও ১০টি ছক্কায় নিজের নান্দনিক ইনিংসটি সাজান কিশান।

দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ১৯০ বলে ২৯০ রানের জুটি গড়েন কিশান। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

৩৯তম ওভারে ছক্কা হাকিয়ে  ৮৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম সেঞ্চুরি করেন কোহলি।২০১৯ সালের আগস্টের পর ওয়ানডেতে সেঞ্চুরির লক্ষ্য পেলেন  ইন্ডিয়ান এই ব্যাটার।  

সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি কোহলি। সাকিবের বলে আউট হন তিনি। কোহলির ৯১ বলের ইনিংসে ১১টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি।

কিশান-কোহলির দারুণ ইনিংসের পর শেষ দিকে ওয়াশিংটন সুন্দর ২৭ বলে ৩৭ এবং অক্ষর প্যাটেল ১৭ বলে ২০ রান করেন। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত। ওয়ানডেতে ষষ্ঠবারের মত এবং বাংলাদেশের  বিরুদ্ধে ১ম  ৪শ রান করলো ভারত। 

বল হাতে বাংলাদেশের তাসকিন ৮৯ রানে-এবাদত ৮০ ও সাকিব ৬৮ রানে ২টি করে উইকেট নেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow