নয়া পল্টনে সংঘর্ষ: ফখরুল-আব্বাস গ্রেপ্তার

পুলিশের ওপর হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Dec 9, 2022 - 16:40
Dec 13, 2022 - 16:49
 0
নয়া পল্টনে সংঘর্ষ: ফখরুল-আব্বাস গ্রেপ্তার
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সম্মুখে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলা হয়ে থাকে সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুণ অর রশিদ।

আজ শুক্রবার দুপুর ২টার পর ডিবি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

ডিবির প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমরা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ওঁদের গত ৮ তারিখে পল্টন থানায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠাব।’ 

তাঁদের বিপক্ষে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিবির প্রধান বলেন, ‘পুলিশের উপর বর্বরোচিত যে হামলা হয়েছে, ককটেল নিক্ষেপ হয়েছে ও অনেক জানমালের ক্ষতি হয়েছে, সেই প্রেক্ষিতে উসকানিদাতা, পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসেবে তাদের গ্রেপ্তার করেছি।’ 

আর কোনো কেন্দ্রীয় নেতা নজরদারিতে আছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেখছি। আর কেউ যদি এইরকম অপরাধ করে, তারা আমাদের নজরদারিতে থাকবে, তাদের বিষয়েও আমরা আয়োজন নেব।’ 

যদিও এর আগে শুক্রবার সকালে ডিবির প্রধান সাংবাদিকদের বলেছিল, ‘গ্রেপ্তার বা আটক নন,  জিজ্ঞাসাবাদ চলছে। এটা সমাপ্ত হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।’ 

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স শুক্রবার ভোররাতে আজকের পত্রিকাকে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন।

শায়রুল কবির আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপির মহাসচিবকে তাঁর উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তাঁর শাহজাহানপুরের বাড়ি হতে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow