পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত : ১

লালমনিরহাটের পাটগ্রামের সমশেরনগর কোচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন

Dec 15, 2022 - 20:04
 0
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত : ১
লালমনিরহাটের পাটগ্রামের সমশেরনগর কোচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন

লালমনিরহাটের পাটগ্রামের সমশেরনগর কোচাভান্ডার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদাত হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিএসএফের সহায়তায় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ নিহত শাহাদাতের লাশ উদ্ধার করে।

এর প্রথমে বৃহস্পতিবার ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর কোচাভান্ডার সীমান্তের মেইন পিলার ৮৬৩ কাছে ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন (২৮) পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গাইবান্ধাপাড়া গ্রামের ইদ্রিস আলী ছেলে।


স্থানীয় ও বিজিবি জানায়,পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি ব্যাটালিয়ন জগতবেড় ইউনিয়নের সমশেরনগর বিওপির প্যারেন্ট পিলার ৮৬৩/৮এস হতে ১২০ গজ ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ নামক স্থানে দিয়ে ১০-১২ জনের ১টি টিম গাভী আনতে গেলে ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ান রাণীনগর ক্যাম্পের পাহারা দল তাদের সবাইকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শাহাদাত হোসেন (২৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত শাহাদাত হোসেনের মরদেহ সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নিয়ে যায়।

আরও পড়ুন : যুব মহিলা লীগের নতুন সভাপতি ডেইজি, সম্পাদক শারমিন সুলতানা

                      ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ভারতের অভ্যন্তরে মেখলিগঞ্জ উপজেলা পুলিশ নিয়ে যায়। রংপুর-৬১ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার বলেন, পাটগ্রাম সমশেরনগর সীমান্তে এমন ১টি ঘটনা ঘটেছে। তবে ওই লোক বাংলাদেশি কি না তা আমরা এখনো নিশ্চিত থেকে পারিনি। বিএসএফের সাথে যোগাযোগ চলছে।

এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতে ঢুকে  আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন শরিফুল ইসলাম (২৮) নামের এক যুবক। তার ডান পায়ের হাঁটুতে গুলি লেগেছে। পরে পালিয়ে এসে গোপনে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে সেবা নিচ্ছেন তিনি। গুলিবিদ্ধ শরিফুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের লিয়াকত আলীর ছেলে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow